আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতি এতই নির্লজ্য তুই

একজন ফখরুল ইসলাম শুধু মাত্র গ্রেফতার হয়েছে, এই জন্য আবার হরতাল পালন করতেছে বিরোধী দল । কিন্তু একজন বিশ্বজিত কে কতগুলো মানুষরুপি কুকুর হাজারো ক্যামেরা এর সামনে প্রকাশ্যে খুন করলো সেই জন্য বিরোধী দলের কোনো প্রকার কর্মসূচি নেই !!!!!!!!!! একজন বিশ্বজিতের মা তার কলিজার টুকরা নয়নের মনিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললো সেই জন্য বিরোধী দলের কোনো প্রকার কর্মসূচি নেই !!!!!!!!!! একজন বিস্যজিতের বাবা আর কোনদিন তার আদরের এই ছেলেটির মুখ থেকে বাবা ডাক শুনতে পারবে না । সেই জন্য বিরোধী দলের কোনো প্রকার কর্মসূচি নেই !!!!!!!!!! একজন অসহায় বিস্যজিত যখন নিজের প্রাণ ভিক্ষা চেয়েও বাচতে পারলোনা ওই কুকুর গুলোর হাত থেকে এর পরেও বিরোধী দলের কোনো প্রকার কর্মসূচি নেই !!!!!!!!!! একটি শোক বাণী পর্যন্ত নেই ???? নেই তাদের মধ্যে কোনো প্রকার অনুসুচোনা !!!!!!!! আছে, মাঠ গরম করার মত কর্মসূচি আছে, যদি তাদের দলের কোনো নেতা গ্রেফতার হয় । আছে, চরম কর্মসূচি আছে, যদি যুদ্ধাপরাধ বিচার নিয়ে সরকার ইচ্ছামত কিছু করলে । কারণ সেখানে তাদের নেতারা জড়িত !!! হায়রে রাজনীতি এতই নির্লজ্য তুই ??????????????????????????????????????????????????????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.