"বিশেষ দ্রষ্টব্য-- একটি সম্পূর্ণ বাস্তব স্ট্যাটাস যার সাথে কাল্পনিকতার বিন্দুমাত্র মিল নাই! স্ট্যাটাস এর নায়িকা পরাবাস্তব জগতের চতুর্থ মাত্রার প্রাণী শ্রাবণের মেঘলা আকাশ যাকে তৃতীয় মাত্রায় বাসকারী স্ট্যাটাস এর নায়ক শরত বাবু কেবল দূর থেকে অনুভব করতে পারে কিন্তু দেখতে পারে না!! কাউকে প্রচণ্ড ভাবে ভালবাসার মাঝে এক ধরনের দুর্বলতা আছে! নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়! -হুমায়ুন আহমেদ! কিন্তু এই দুর্বলতা না প্রকাশ করার মত আমি নিজে কোনই কারন দেখি না! তাই নিজের ভালবাসা সবসময় প্রকাশ করতে চেয়েছি, অনেকেই তাতে হয়ত আমাকে দুর্বল, তুচ্ছ এবং সামান্য ভেবেছে! আবার নাও ভাবতে পারে! তবে শ্রাবণের মেঘলা আকাশ আজ না থাকলেও , শরতের নীল আকাশের সোনা রোদ্দুর বিলীন হবে না মোটেই । এক অসম্ভবের প্রত্যাশায় শরত বাবু অপেক্ষায় রইবে যেদিন হয়ত শ্রাবনের মেঘলা আকাশ সকল নিয়মের বেড়াজাল ভেঙ্গে শরতের সোনালি রোদে মাখা নীল পেঁজা পেঁজা মেঘলা আকাশ ঢেকে দেবে আপন ভালবাসার অপার বিশালতায়! সৃষ্টি হবে অপূর্ব কিছু মুহূর্তের, যা নিয়ে শরত বাবু লিখবে গল্প কিংবা কবিতা! কিংবা শরত বাবু অপেক্ষায় রইবে যেদিন বেখায়ালি শ্রাবনের মেঘলা আকাশ জলপরী হয়ে নেমে আসবে, সে আর রইবে না হয়ে অধরা স্বপ্ন! জানি না এই অপেক্ষার শেষ আছে কিনা, কোথায় যেয়ে পারব দেখতে এই অন্তহীন পথের শেষ তবু চলছি এই পথ এই আশায় হয়ত পথের শেষে তুমি আমার অপেক্ষায় আছো জলপরী কিংবা মৌ পরী হয়ে!! ভালো থেকো শ্রাবনের মেঘলা আকাশ, ভালো থেকো জলপরী, ভাল থেকো মৌ পরী...♥ ♥ ♥ পুনশ্চ -- আজ কাল স্ট্যাটাস এর পর পুনশ্চ না লিখলে মন উশখুশ করে! তাই লিখছি শীতের এই সময় বার বার শ্রাবণের মেঘলা আকাশ করতেছি কারন শ্রাবণের ঝুম বৃষ্টি তে ভিজেও যা হয়নাই এই পুঁচকে হালকা শীতেই তা হচ্ছে মানে , মানে মনে প্রেম প্রেম ভাব জাগ্রত হইতেছে!! পাঠক এইবার নিশ্চয় প্রশ্ন করবেন, কার জন্য এত্ত প্রেম উপচায় পড়ছে? অপেক্ষায় থাকুন উত্তর আসিতেছে। কেবল উত্তর নামের সিনেমার পাণ্ডুলিপি রচিত হইতেছে, ডিরেক্টর , আর আনুসাঙ্গিক সব কিছু ব্যাটে বলে মিলে গেলেই সবাই শুনতে পারবে আসিতেছে আসিতেছে, উত্তর!!"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।