আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র- শিক্ষক কৌতুক

পৃথিবীতে এসেছি, চিহ্ন রেখে যেতে চাই ...... শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন... শিক্ষকঃ আচ্ছা, বলতো Grammar কাকে বলে? চুরঞ্জিতঃ যারা গ্রামে থাকে তাদেরকে Grammar বলে। বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা Grammar এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ Grammar বলে, স্যার। শিক্ষকঃ বল ফোর্ড কি? চুরঞ্জিতঃ গাড়ী স্যার। শিক্ষকঃ তাহলে বল, অক্সফোর্ড কি? চুরঞ্জিতঃ উঁ...ঊঁ...গরুর গাড়ী স্যার। শিক্ষকঃ বলো তো তাজমহল কে তৈরি করেছিল? চুরঞ্জিতঃ মিস্ত্রিরা স্যার।

শিক্ষকঃ চুরঞ্জিত object সহ একটা ইংরেজি বাক্য বল। চুরঞ্জিতঃ You are very honest man. শিক্ষকঃ এই বাক্যে object কী? চুরঞ্জিতঃ ভালো নম্বর পাওয়া। শিক্ষকঃ ‘বঙ্গানুবাদ করো—It has been raining cats and dogs. চুরঞ্জিতঃ ‘বিলাই কুকুর দৌড়াচ্ছে, কারণ বৃষ্টি পড়বে। ’ শিক্ষকঃ চুরঞ্জিত, তোমাদের বাড়িতে দেশপ্রেমী কে কে আছেন? চুরঞ্জিতঃ একমাত্র আমার বাবা। শিক্ষকঃ কী ভাবে? চুরঞ্জিতঃ বাবা দেশী খায়, বিলিতি ছোঁয় না।

শিক্ষকঃ বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন? চুরঞ্জিতঃ কোনো টাকাই দেবেন না, স্যার। শিক্ষকঃ গাধা! এখনো এই অঙ্কই জানো না? চুরঞ্জিতঃ আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার! শিক্ষকঃ চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবে। চুরঞ্জিতঃ চোর পালালে বুদ্ধি বাড়ে অতএব নিজেকে বুদ্ধিমান করে গড়ে তোলার জন্য চোরকে সব সময়ই পালাতে দিতে হবে শিক্ষকঃ বাঙ্গালী জাতির প্রধান বৈশিষ্ট্য কি? চুরঞ্জিতঃ বাঙ্গালী একাই একশ হয়, কিন্তু একশ বাঙ্গালী কখনই এক হতে পারে না...!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.