আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্র ছাত্রীরা এবং বড় ভাই ও আপুরা একটু এদিকে আসেন। কথা আছে।

নতুন ঠিকানাঃ http://amarlekhoni.blogspot.com/ ব্লগের মোটামুটি নিয়মিতে যারা তারা সবাই আশাকরি রুশানের কথা জানেন। যারা যানেন না তাদের জন্য আবার বলছিঃ নাওয়ার খান রুশান। বয়স ৩ বছর। জন্মগত ভাবেই হার্টের একটি ভাল্ব নেই তার। ৩ বছর ধরে ঔষুধের সাহায্যে বেঁচে আছে।

কিছুদিন আগে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক এ ভর্তি করানো হয়। একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে আছে রুশান।

রুশান কে আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আনা হবে। মোট আনুমানিক খরচ কমপক্ষে ১০ লক্ষ টাকা। অসুখের ডাক্তারি নামঃ Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA বিস্তারির পাবেনঃ রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন যাই হোক। এখন আমরা ব্লগার রা চাচ্ছি ঢাকা শহরের বড় বড় প্রাইভেট ইউনিতে ক্যাম্পেইন চালাতে। কিন্ত পোস্ট স্টিকি হওয়ার পরও সাড়া পেয়েছি কম আমরা।

কিন্ত ক্যাম্পেইন এর জন্য প্রয়োজনীয় লোকবল দরকার। সবচেয়ে ভালো হয় সংশ্লিষ্ট ইউনির ছাত্র ছাত্রীরা যদি এগিয়ে আসেন। আমাদের টার্গেট যেসব ইউনিভার্সিটিঃ নর্থ সাউথ ইউনিভার্সিটি, বসুন্ধরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , বনানী এশিয়ান ইউনিভার্সিটি, উত্তরা আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি , লাভ রোড ADUST, Gulshan ব্রাক ইউনিভার্সিটি, মহাখালী DIU, BANANI ইস্টার্ন ইউনিভার্সিটি, ধানমন্ডি গ্রীন ইউনিভার্সিটি, কাফরুল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বসুন্ধরা IUBAT, Uttara মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গুলশান নর্দান ইউনিভার্সিটি, কাওরান বাজার শান্তা মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা স্টামফোর্ড ইউনিভার্সিটি, ধানমণ্ডি স্টেট ইউনিভার্সিটি, ধানমন্ডী ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ধানমন্ডি UIU,ধানমন্ডি UODA, Dhanmondi ULAB,Dhanmondi World University, Dhanmondi আপনি যে ইউনিভার্সিটির হোন না কেন, আপনি যদি সময় দিতে পারেন তাহলে আমাদের সাথে ক্যাম্পেইন এ আসতে পারেন। আপনি যদি সংশ্লিষ্ট ইউনির হোন তাহলে কথাই নেই। কারন আপনাদের ইউনিতে গেলে অফিশিয়াল যেসব ঝামেলা আছে সেসময় আপনাদের পাশে পেলে ভালো লাগতো।

***তবে আপনাকে ব্লগার হতে হবে তেমন কোন কথা নেই *** আসুন সবাই মিলে একটি বাচ্চা শিশুকে বাচিয়ে তুলি। ওকে পৃথিবীর রূপ, রস, গন্ধ দেখাই। ২৫ তারিখের প্রথম আলোর ১৯ নম্বর পেজের খবরঃ আপনি কল/মিসকল/এসএমএস দিয়ে যোগাযোগ করুনঃ ব্লগার মেহেদী হাসান মাহী ০১৭৩৭৪৮৯৫৩৫ তামীম ইবনে আমান ০১৮২৯২৬০১৯০ ব্লগার আমিনুর রহমান ০১৭৫৫৩০৬০২১ ব্লগার ঘুড্ডির পাইলট ওরফে রাফাত নূর ০১৮৪৩৮৮৮৮৮১  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.