আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছেলের আত্মত্যাগের কথা পড়বেন ?

একটি ছাত্র যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করে তখন বিশ্ববিদ্যালয় কি কি যাচাই করে ? ভাল রেজাল্ট, হাজার হাজার পরীক্ষার্থীর মাঝে ভর্তি পরীক্ষায় শীর্ষ ফলাফল ,অতি উত্তমভাবে যে কোন কিছু উপস্থাপনের যোগ্যতা । আর কিছু কি দরকার একজন ছাত্রের মেধা যাচাইয়ের জন্য ? কিন্তু সেই ছেলে যখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র হয়ে আসে বার বার হয় অকৃতকার্য !! এই দায়িত্ব কি সুধু সেই ছাত্রের নাকি বিশবিদ্যলয়ের ? বিশ্ববিদ্যালয় যখন আবারও পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ দেয় , তখন বিভাগ অট্টহাসিতে জানান দেয় ‘We don’t give a shit to University rules , we believe in ours ‘ । তথাকথিত শিক্ষকগণ বলে ওঠেন, “Hay son , you are spoiled ! You are totally spoiled!!!” একদিকে তখন চলে আত্ম অহঙ্কার আর ক্ষমতার প্রদর্শন , অন্যদিকে ধেয়ে আসে নীল রঙের জীবনের উপর কাল মেঘের গর্জন । আমরা যারা অধিকাংশ, আমাদের সাথে এমনটি হলে আমরা কি করি ? এক প্যাকেট সিগারেট, একটি সিরাপের বোতল অথবা অন্যকিছু মুখে গুঁজে দিয়ে নিজেকে অবশ করে দিনের পর দিন প্রতিবাদ না করে মরে মরে বাঁচতে থাকি প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর ......... কিন্তু ,আমাদের আর ফয়সাল অন্তু’র মধ্যে পার্থক্য কি জানেন ? আমরা ভীষণ ভাবে ভীতু আর স্বার্থপর । আমরা রেজাল্টের লোভে কখনও মুখ খুলি না তথাকথিত গুরুজনদের সামনে , করিনা প্রতিবাদ তাঁদের প্রহসনের বিরুদ্ধে ।

আর অন্তু ? সে আমাদের মত নয় ,সত্যি অন্য মাটির মানুষ । অন্তু, নগর ও পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করত । তথাকথিত শিক্ষকগণ আশীর্বাদে হয়ত ভাল রেজাল্ট করতে পারতোনা , কিন্তু ভাল পরিকল্পনাবিদ সে হতোই হত । দেখুন , নিজের জীবনের অন্তিম সময়ের পরিকল্পনা সে কিভাবে করে গেছে । সে বেছে নেয় Bangladesh Institute of Planers ভবনকে ।

কি ভাবছেন এটি কি নিছকই আত্মহত্যা ? একবার তাকিয়ে দেখুন ২০ তলা ভবনের উপর দারিয়ে থাকা অন্তুকে । তাকান তাঁর একজোড়া বিদ্রোহী চক্ষুর ভেতরে ...... ওরে এতো আত্মহত্যা নয় সম্ভাব্য খুনও নয় একটি আত্মত্যাগ ! একটি বিপ্লবের জন্য সজোরে চিৎকার । তাঁর চোখ বলছে “ হে ছাত্র সমাজ, এখনকি তোমাদের ঘুম ভাঙ্গেনি ? দেখতে কি পাওনা অবিচার ? আর কত দিন নিজেকে অবশ করে রাখবে ? তোমাদের আর কত ক্ষতি হলে তোমরা বুঝতে শিখবে ? আমি আমার জীবন থাকতে কিছু তো করতে পারলাম না তাই জীবন দিয়ে বিপ্লব সংবাদ জানিয়ে দিলাম । আমার বিনয়, আমার নিঃশ্বাস , আমার বিশ্বাস, কিছু গাওয়া ছন্নছাড়া গান, তোমাদের প্রতি ভালোবাসা , কিছু রঙিন স্বপ্নের কবিতা ...সাড়ে তিনহাত মাটির তলে পোঁচে যেতে দিও না । অন্যথায় মরে গিয়েও হয়ত বাঁচতে পারব না ........ [।

ফয়সাল অন্তু, নগর ও পরিকল্পনা বিভাগ, ৩৮ তম ব্যাচ, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়, ২৫-১১-১২ তারিখ আনুমানিক দুপুর ৩ টায় জীবন থেকে ছুটি নিয়েছে , তাঁর আত্মহত্যার কারণ বিভাগের শিক্ষকদের অবহেলা , বারবার পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া এবং আরেকবার পরীক্ষা দেবার সুযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন দিলেও তাঁর নিজ বিভাগ, বিশ্ববিদ্যালয়ের আইনের তোয়াক্কা না করে তাঁকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়নি । মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। এদিকে নগর ও পরিকল্পনা বিভাগ বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য এটি হত্যা হিসেবে চালনা করার চেষ্টা করছে। উল্লেখ্য যে, এই ধরনের নিপীড়নের শিকার অন্তু একা নয় আর অনেকে রয়েছে। তারা ঘরে বসে অন্ধকারে কাঁদে আর অন্তু আত্মহত্যা করে সবাইকে জানিয়ে গেছে।

] http://www.facebook.com/faysal.karim.antu  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.