পড়তে ভাল লাগে। ঘর থেকে বেরুতেই,
খেলাম এক উষ্টা।
ইটটাকে কি করেছি,
কি আমার দোষটা?
অন্য সময় রিক্সাওয়ালা
“যাবেন আপা যাবেন”।
আজ ওদের মুখের ভাব
“দূরে সরে থাকেন”
কোন রকম পেয়ে গেলাম,
একটা রিক্সা খালি।
সিট ত নয় সে
যেন তারজালি।
ভাড়া দিতে গেলে
বলে “বিশ টাকা”!
পনেরো টাকা নাকি তখন
যখন রাস্তা ফাঁকা!!
এক দোকানের সামনে দাঁড়িয়ে
সিএনজি করছি ঠিক,
এমন সময় দোকানদারে,
ফেলল পানের পিক!
পিক ফেলল একদম,
আমার পায়ের উপর।
ঠান্ডা মেয়ে আমি নয়,
করতাম তার খবর।
কসাই সিএনজিওয়ালা,
দুইশো টাকা চায়।
পড়েছি মোগলের হাতে,
দিলাম তাকে তাই।
একটু পরে সিএনজিওয়ালা,
বলল করুন স্বরে।
সার্জেন্ট ধরলে, যেন বলি
যাচ্ছি মিটারে।
এইগুলা রাস্তা?
নাকি গ্রামের খাল?
ঝাঁকির উপর ঝাঁকিতে
আমি বেসামাল।
ঝামেলার অবশেষে
গন্তব্যে এলাম।
হাঁফ ছেড়ে বলি,
যাক বাঁচলাম।
এখানেই শেষ নয়,
জানতো কে তা!
আজ ক্লাস সাস্পেন্ড,
এটা কোন কথা?????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।