"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " (১)
রাজনীতি ! বিশ্বখ্যাত রাষ্ট্র বিজ্ঞানীদের অনেক সাধনা ও অধ্যাবসায়ের বিষয় এই রাজনীতি। অথচ বাঙাল মুল্লুকে এসে রাজনীতি তার স্বরূপ হারিয়ে ফেলেছে। এখানে দু'দল মানুষের মধ্যে রাজনীতির দু'ধরনের প্রকাশ। একদল রাজনীতির নামে মহা শক্তিধর।
দূর্নীতি, লুটতরাজ, হত্যা দখলবাজি এরা রাজনীতির নামে হালাল করে নিয়েছে। আরেকদল রাজনীতির নাম শুনলে ভ্রু কুচকায়। এরা "আমি রাজনীতি করিনা" I do not like politics- এই কথা বলে সাধু সাজার হাস্যকর চেষ্টা করে । সে যাই হোক আমি রাজনীতির অধীন। আমি মনে করি রাজনীতি একজন নাগরিক কে তার রাষ্ট্র ও নিজের সম্পর্কে সচেতন রাখে।
(২)
বাংলাদেশের আর দশজন মানুষের মত আমিও ক্রিকেট পাগল। অন্যদের মত ক্রিকেটের উত্তেজনায় আমিও মাতোয়ারা হই। কিন্তু পার্থক্য শুধু একটাই আমার আসে পাশের সিংহভাগ মানুষ যখন ভারত- পাকিস্তান ক্রিকেট নিয়ে উন্মাদ হয়ে যায়, চাঁন-তারা আর সাদা কমলার পতাকা এঁকে নির্লজ্জ হয়ে যায় আমি তখন নির্লিপ্ত এই দুটো দল কে ঘৃনা করি। কেউ যদি প্রশ্ন করে কেন? তখন আমি সাফ জানিয়ে দেই " পাকির বাচ্চাদের সাপোর্ট করা মানে আমার ৩০ লক্ষ শহীদের সাথে বেঈমানী করা" আর " ভারতীয়দের সাপো্র্ট করা মানে ফেলানী সহ শত শত সীমান্ত শহীদের রক্তের সাথে বেঈমানি করা, ফারাক্কা আর টিপাইমুখের অভিশাপে অভিশপ্ত মানুষের সাথে বেঈমানি করা। তখন নির্লজ্জ মানুষগুলো আমাকে বলে,"খেলার মধ্যে রাজনীতি ঢুকাও কেন".... আমি জানিনা আমার রক্তাক্ত ইতিহাস কে স্মরণ করার সাথে তথাকথিত কিংবা সত্যিকারের রাজনীতির কি সম্পর্ক ??
(৩)
আজ অনলাইন দাবা খেলায় টেবিলে এক ঈসরাইলি আমাকে নিমন্ত্রন জানাল।
আমি তাকে বল্লাম আমি তোর সাথে খেলব এবং অবশ্যই হারাবো। আর আমার সে জয় আমি উৎসর্গ করব তোদের মিঝাইলের আঘাতে মরে যাওয়া আমার শত শত নিরপরাধ ফিলিস্তিনি ভাইদের প্রতি। সে আমার চ্যলেঞ্জ গ্রহন করল। খেলা হল সেয়ানে সেয়ানে। অবশেষে আমি তাকে হারালাম।
সে কোন কথা বল্লনা। ফাক মুসলিম বলে নত মস্তকে অফলাইনে চলে গেল।
ওহ হ্যাঁ সুশীল ভাইয়েরা আমাকে ক্ষমা করবেন আমি এখানেও রাজনীতি (!) ঢুকিয়ে দিলাম... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।