আমাদের কথা খুঁজে নিন

   

মহাকাব্য ফুলের মেলা

অনেক ফুল , ফুলে ফুলে দিপ্তশিখা কুঞ্জ রবি জেগে থাকে সাগ্নিক নিরন্তর কোন এক কবি । চিত্ব মোহিত মন ফুলে ফুলে উড়ে মধু তানে ভরে উটে সারাটি প্রহরে । প্রজাপতি ডানা মেলে সপ্ত রঙ্গিন পাখায় চপলে চঞ্চলে ভাসে ফুলের মেলায় । ফুল খসে ফুল কভু ত্রুবতারা হয় সেথা মায়াকানন সাজে ব্যকুল হৃদয় । অরন্য মাট কাদে ফুলের শুন্যতা হেরি ফুলে ফুলে সাজে কত বাগান বাড়ী ।

কবির দৃষ্টি কাব্য নিরবে বহে ফুলের মাঝে কথা কলি ফুঁটায় ভাষা বিচিত্র সাঝে । জগত সুন্দর তব ফুলের ঘ্রানে স্বপ্ন সাজে কত প্রানে প্রানে ফুলের জলসায় কবি ছন্দ আনন্দে নিরবে ফুটায় কুসুম কলি ভাল মন্দে । বিশুদ্ধতা আনে প্রতি ভোরে সৌরভে তাই প্রতিটি হাসি ফুলের জলসায় গৌরবে । কবি মমিনুল মউজুদ্দিন স্মরণে আলোক বর্তিকা লয়ে তুমি ছিলে সুনামগঞ্জ বাসীদের অতি পাশে সকল প্রান চঞ্ছলতায় উদ্দ্যম উল্লাসে । তোমার ছুটে চলা অবাক নয়ন মিশে রয় চাঁদের জোছনায় প্রকৃতি মাঝে কত আকুল হৃদয় আজও তোমায় খুজে ।

আজও রাজপথ রঙ্গিন শোণিতে তোমার সুরমার বুকে ভাসে সেই হাহাকার । শ্রমিকের আকুতি কত ভালবাসা কত মমতায় গড়ে উটে জগত তাদের শিল্পছোঁয়ায় শক্ত কটিন ইট ওরা ভাঙ্গে পুস্কা পড়ে গাঁয় ধরে হাল খাটে নিপুন কারিগরে দুর্বার স্বপ্ন সাজায় । ধুকধুক শ্রম কিনাঙ্ক প্রান ভাঙ্গে মরিচিকা ওরা তিলে তিলে নিঃশেষ হয় গড়ে রাজপথ সৌধ সমাধি আর অট্টালিকা রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে ধরনিরে কভু করে বরণীয়া আর মরে বিলাসিদের নিষ্পিষ্ট যাতাকলে দুবেলা দুমুটুঁ অন্ন তাও জুটেনা কপোলে । ওরা কাজ করে মনের মাধুরী মিশিয়ে দেশের তরে নগর শহর বন্দর সাজায় প্রহর গুনে গুনে রাঙ্গে ধরণী কভু ওদেরই লৌহ খুনে শক্ত মুষ্টিতে হাতুড়ি শাবল গাইতি কভু বং বেরংগের লয়ে হাতিয়ার দিগ্বিজয়ে দেয় পাড়ি বানায় সামুত্রিক জাহাজ লঞ্চ স্টিমার আর মহাশূন্যর যাত্রী নানা আবিস্কার । ওরাই মাটে সোনা ফলায় বিকিয়ে দিয়ে দেহ তোমরা কারা স্বার্থ লোভী সুখের স্তব গাহ ।

পরখ করে দেখ অধিকাংশ তাদের নেই একটু মাথা গুজার টাই নাই বিছানা , শিতের কাপড় এমনকি কখনও অন্ন পানি তাও । ওরাই খাটি সোনার মানুষ তবু দেখি ওদেরই মুখে স্নিগদ ভরা হাসি অনন্য কারুসাজে হে প্রিয়জন নিরেট ভালবাসা পাবে ওদের মাঝে । যদি শান্তি মিলে সব ভুলে মাথানত কর ওদের শ্রদ্ধাভরা কাজে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।