খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো... আমাদের প্রিয় নোবল লরিয়েট ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভুষিত ড: মুহাম্ম ইউনুছ কে সাভার দুর্ঘটনায় পাওয়া যাচ্ছেনা। কেউ যদি উদ্ধার তৎপরতার সময় ধরা পড়ে তবে তাহার খোজ ইউনুস সেন্টারে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এইমাত্র ইউনুস সেন্টার একটা বিবৃতি দিয়েছে" সাভারে গার্মেন্ট ধসে দুর্ঘটনায় ড: ইউনুস এতোই মর্মান্তিত যে উনি আর দেশেই ফিরবেননা বলে সিদ্ধান্ত নিয়েছেন। । আপসুস এ জাতির একজন নোবল লরিয়েটকে আজীবনের জন্য হারালো।
।
পুণশ্চ: ড: ইউনুস: দেশের ক্লান্তিকালে ও বিপদে আপদে উনাকে খোজে পাওয়া যায়না। উনি আসেন উনার সুদের ব্যবসা প্রসার প্রচার নিয়ে আর মেডেল দিয়ে গলা ভর্তি করতে। । দেশ দিয়ে উনার কিছু আসে যায়না।
। তাই উনার বেলায় হয়তো এ বাক্যটিই চরম সত্য" দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্যা"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।