আমাদের কথা খুঁজে নিন

   

নোবেল জয়ী নইপালকে অপদার্থ বললেন তসলিমা !

সুত্র হতে পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী লেখক ভি এস নইপালকে অপদার্থ বলেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। সম্প্রতি ভারতের প্রখ্যাত নাট্যকার ও অভিনেতা গিরিশি কারনাড নাইপলকে সমালোচনা করে যাচ্ছিলেন মিডিয়াতে। তার ধারাবাহিকতায় তসলিমা নাইপলকে নিয়ে এমন তির্যক মন্তব্য করেন। গিরিশ কারনাড নইপালকে স্ববধির বলে অভিহিত করেছেন সেখানে তসলিমা নইপালকে অপদার্থ ও বোবা বলে সমালোচনা করেন। সম্প্রতি মুম্বাই সাহিত্য উৎসব কর্তৃপক্ষ নইপালকে সারা জীবনের কাজের জন্য বিশেষ স্বীকৃতি জানিয়েছে।

তারই সমালোচনা করে গিরিশ কারনাড বলেছিলেন, ভারত নিয়ে নইপালের একটি লেখাও বিশ্বাসযোগ্য নয়। কারনাড আরও বলেন, নইপাল ভারতকে নিয়ে ৩টি বই লিখেছেন। সেসব বইতে কোথাও সংগীতের কোন উল্লেখ নেই। তিনি সারা ভারত ঘুরেছেন অথচ সংগীত তাকে স্পর্শ করেনি। আর সেজন্যই গিরিশি নইপালকে স্ববধির হিসেবে অভিহিত করেছেন।

একই সঙ্গে নইপালকে ইসলামবিরোধী হিসেবেও তিনি অভিহিত করেছেন। গিরিশের এই সমালোচনার পরই তসলিমা নাসরিন তার টুইটারে নইপালকে আক্রমণ করে বলেন, তিনি একজন অপদার্থ। একই সঙ্গে তাকে বোবা বলে উল্লেখ করেন তসলিমা। তসলিমা আরও লিখেছেন, অনেক ওয়ার্থলেস ডাম্বো নোবেল পুরস্কার পেয়েছে। নইপালও তাদের একজন।

তসলিমা গিরিশ কারনাডের সমালোচনাকে সমর্থন করে বলেছেন, নইপাল তার ভারত কেন্দ্রিক বইগুলোতে কোথাও সংগীত নিয়ে লেখেননি। আসলে নইপাল একজন মাঝারি ধরনের ‘ইসলামোফোব’ লেখক।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.