সবাইকে আমার নিজস্ব ব্লগ ভিজিট করার আমন্ত্রন রইলঃ www.islameraalo.wordpress.com আমাদের দুটো দোকান আছে। অনেক দিন ভাড়া ছিল। ওরা একজন এক্স-রে, আরেকজন মুদি খানার দোকান করেছিল। এখন ওদের ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক-মাসের মধ্যেই আমি দোকান করতে চাই।
এই ব্যাপারেই আপনাদের পরামর্শ চাই।
আমাদের দোকানের এলাকাটাই তিনটে জিনিসের কারনে লোকের খুব ভিড় হয়-
১। ওখানে তিনটা নার্সিং হোম আছে। এবং অনেক গুলো ওষধের দোকানও আছে।
২।
অনেক ভাতের হোটেল আছে। যা বেশ রমরমিয়ে চলে।
৩। এখানে ট্রেকার স্ট্যান্ড আছে। বেশ কিছু এলাকা থেকে লোক ট্রেকার বা জিপে এসে এখানেই নামে।
* এছাড়া আমাদের দোকানের পাশেই একটা মার্কেট আছে। যেখানে মাছের আরত আছে। এবং সপ্তাহে দুদিন গরু ছাগল কেনা বেচা করা হয়।
এরকম এলাকায় কিসের দোকান করলে ভালো হবে তার সম্পর্কে আপনাদের পরামর্শ পেলে উপকৃত হব....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।