আমার স্বপ্ন একটি সুন্দর বাংলাদেশ একটি বোতলের আত্ম-কাহিনী
ওমা......এ কোথায় আসলাম আবার আবার সেই দানব গুলোর চেহারা দেখতে হবে সেটা কল্পনাও করিনি। কি শব্দ? কি ঝাঁঝ আমার তো দম বন্ধ হয়ে আসছে......কাশতে কাশতে বলতে লাগলো একটা পুরোন পানির বোতল............
হঠাৎ পাশ থেকে কান্নার আওয়াজ...শুনে ঘুরে তাকিয়ে দেখে নতুন বোতলের ভিড়...সে মনে মনে চিন্তা করে এদের সাথেও কি এমনটা হবে আমার সাথে যা হয়েছিল??? তখন সে বলে উঠল তোমরা কাঁদছ কেন? কি হয়েছে? একটা বাচ্চা বোতল বলল আমদের মা বাবা কোথায়? ও তোমাদের মা বাবা...ওরা তো অই দানব গুলো।
বাচ্চা বোতলঃ মানে কি? আমাদের বাবা মা কে আপনি দানব বলছেন কেন?
পুরোন পানির বোতলঃ আরে অই যে মেশিন গুলই তমাদের মা আর বাবা হচ্ছে বিদ্যুৎ যা মাঝে মাঝে আসে এসে আবার চলে যায়। তোমরা তাকে কখনো দেখবেনা।
পুরোন পানির বোতলঃ আমি তোমাদের ভবিষ্যত।
তোমরা তো আজ ই পৃথিবীতে এলে। এইরকম আমিও কয়েক মাস আগে এসেছিলাম। এসে আমিও তোমাদের মতই কেদেছিলাম কিন্তু তখন আমি কাউকেই পাইনি..কেউ এমন সান্ত্বনাও দেয়নি।
বাচ্চা বোতলঃ ও ও ও তাহলে আপনার এমন অবস্থা হল কি ভাবে? এমন কাটা ছেঁড়া চেহারা...থেতলানো মুখ। বিচ্ছিরি গন্ধ।
কে করলো আপনার এই অবস্থা... ??
পুরোন পানির বোতলঃ সে অনেক কথা। আমি জন্মাবার পর আমিও তোমাদের মত এমন সুন্দর ছিলাম। কিন্তু কিছুদিন পর আমাকে নিয়ে গেল এক কারখানায়,অনেকদিন এক বস্তার ভিতর বন্দি ছিলাম আমার ভাই বোনদের সাথে...একদিন এক লোক এসে আমাদের নিয়ে গেল এক মেশিনের কাছে সেখানে আমাদের গোসল না করিয়েই কিছু রং মিশ্রিত পানি আমার ভিতর ঢুকিয়ে দিলো। তা দেখে আমি তো মহা খুশী.....আমাকে দেখতে আরো সুন্দর লাগছে। আমাকে তারা খুব ভালো করে সাজিয়ে দিলো।
কিছু রঙ বেরং এর ছবি লাগিয়ে দিলো। তারপর আরেকটা বাক্সে পুরে ট্রাকে করে নিয়ে গেলো একটা নির্জন যায়গায়.......ঘুটঘুটে অন্ধকার একটা ঘরে।
একটি বোতলের আত্ম-কাহিনী ২
অনেক দিন ধরে এই অন্ধকার ঘরে বন্দী থাকতে থাকতে শরীরে মরিচা ধরে গিয়েছিল আর মনে হত আস্তে আস্তে শরীরের ভিতরের তরল পদার্থ টা যেন আমায় চিড়ে খাচ্ছে। এই সব জিনিস মানুষ খায় কি করে??? রঙ্গে ভরা, সুগার দেওয়া রসায়নিক পদার্থের মিশ্রন। আমার শরীর প্লাস্টিকের হওয়াতে হয়ত আমি বেঁচে গেছি।
শেষ মেষ এই বন্দি জীবনের অবসান ঘটিয়ে নিজেকে এক ভরে আবিস্কার করলাম এক ফ্রিজের ভিতরে। খুব আরামে দিন কাটছিলো আসে পাশে কত সুন্দর সুন্দর মেয়ে বোতল এক এক জনের গায়ের রঙ একেক রকম গায়ের গন্ধ উফফফ,......... পেপসির বোতল দেখে মনে হল যে সবাই ঠিক ই বলত একদিকে পেপসির bulky woman আর অন্য দিকে কোক এর young lady এই জন্যই পেপসি এখন কোকের সাথে পেরে উঠেনি
হঠাৎ একদিন এক সুন্দরি মহিলা বাসায় নিএ গেল ৫০ টাকার বদলে। মনে মনে চিন্তা করলাম একে তো পঁচা পানি তাও ৫০ টাকা!!!!! মানুষ জেনে শুনে এই বিষ কিভাবে খাচ্ছে??? ওরা না সৃষ্টির সেরা জীব!!!!!! আমি প্লাস্টিকের না হয়ে যদি হাড়ের তৈরি হতাম তাহলে হয়ত এত দিনে মারাই যেতাম। মনে মনে খুশিই ছিলাম আজ আমার মুক্তি হবে পঁচা পানি গুলো খেয়ে তো আমকে ফেলেই দিবে। কিন্তু ওমা আমকে ঘরের এক কনে রেখে দিল।
প্রতিদিন খাওয়ার টেবিলে রেখে দিত। এ যেন বাঙ্গালীর ধর্ম সবাই কে খুব সহজে আপন করে নিতে পারে। কিছু দিন পর যখন নতুন বোতল এল তখন আমকে ডাস্টবিনে ফেলা দেওয়াতে আমি ত মহা খুশি এবার আমি চলে যাব সমুদ্রে, খাল বিল নদী নালা হয়ে। ওই খানে শুনেছি আমার মত কোটি কোটি বোতল সমুদ্রের নিচে রাজত্ব করছে। কয়দিন পরে সমুদ্রে পানি থাকবেনা আমরাই রাজত্ব করব।
মানুষ বোতলে সাঁতার কাটবে।
অনেক দিন পর আমাকে নিয়ে ফেলল এমন এক জায়গায় যেখানে শুধু ময়লা আর ময়লা আমার সৌন্দর্য ধুয়ে মুছে ছাই হয়ে গেছে । কয়েক দিন পর এক জীর্ন শীর্ন দেহের একটা ছোট ছেলে গিয়ে আমকে তুলে নিয়ে গেলো এক ভাঙ্গা দোকানে সেখানে সে আমাকে দিয়ে একটা পলিথিনে করে কি যেন নিয়ে গেলো আর মুখাটাকে তার ভেতর ধুকিয়ে বার বার শুধু ফোলাতে থাকলো ...... একি আজব দুনিয়া। এবার এই দোকানের মালিক আমাকে বস্তা বন্দি করে বেচে দিলো আরেক জনের কাছে সে এনে দিয়ে গেলো এখানে। এখন আমাকে মনে হয় গলানো হবে তৈরী করা হবে নতুন কোন বোতল।
হয়ত আমার ইচ্ছে টা পুরন হলনা কিন্তু মানুষের কল্যানে জীবন টা দিয়ে যেতে পারলাম.....................
সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথম দিন পুরোটা ন দেওয়ার জন্যে। আজ সম্পূর্ন করে দিয়ে দিলাম। ভালো থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন কারন এটাই আমার অনুপ্রেরনে.। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।