আমাদের কথা খুঁজে নিন

   

"হেমলক সোসাইটি" দেখলাম। ভালই লাগলো,

আনন্দের মাঝে থাকতে ভালবাসি, ভালবাসা খুজে বেরাই........ এই মাত্র "হেমলক সোসাইটি" দেখলাম। ভালই লাগলো, কাহিনীর চাইতে কিছু কিছু সংলাপ অনেক বেশী ভালো লেগেছে। "মরবে মরো, ছড়িও না" "ক'জন জন্মায় ওরকম ...ক্ষণ জন্মা, সব তো সাংগাতিক বে জন্মা" "কে জানত, যে চিকিৎসা করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে যাবো" "চলুন না, দুজনে এক সাথে হাতির পিঠে চড়ে একদিন হাত নাড়া যাবে, অবশ্যই, ততদিন পর্যন্ত যদি হাত নড়ে। " ইত্যাদি, ইত্যাদি......। আসলেই সাম্প্রতিক কয়েকটা ছবি দেখে সংলাপ নির্মাতাদের বাহবা না দিলেই নায়।

যেমন ধরুন “ ভূতের ভবিসৎ”। গান থেকে শুরু করে প্রতিটা ইতিহাস কে এতো সুন্দর ভাবে ছন্দময় করে উপস্থাপন করেছে যে, যা নিঃসন্দেহে প্রসংসার দাবি রাখে। ছবি গুলির আরেকটা ব্যাপার আমার কাছে লেগেছে, যেটা হোলো, এই ছবি গুলি কিন্তু তেমন বড় পরিসরে নির্মিত নয়, কিন্তু content খুব ভালো। আমাদের দেশেও হচ্ছে, এইত যেমন ফারুকি সাবেবের টেলিভিশন ছবিটি ইতিমদ্ধে আলোচিত হয়েছে। তবে আমি যেটা মনে করি, যে ভালো ধাচের মুভি গুলি আমাদের দেখা উচিত, এতে নির্মাতারা পরবর্তিতে বানানোর উৎসাহ পাবে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.