কিছু অস্পষ্ট, কিছু রঙ্গিন চোখ খুলে বসে আছি।
বিমূর্ত রাত্রির গহ্বরে যেসব মায়ামাখা সন্ত্রাস খনন করে চলে রক্ত নহর, আমি তাতে চুমুক দিই। আমার চারপাশে গোধুলী জমে। মধ্যরাতের গোধুলী অথবা মরাধুলী। কেশে উঠতেই চমকে তাকায় স্বগোত্রীয় নিউরণ সকল।
একটু খানি ঢেউ তুলে দিতেই চারদিকে বেজে উঠে - ঢক্ ঢক্ ঢক্।
নুপুরের ধ্বণিতে কেঁপে উঠে ঘোর লাগা ঘন বাতাস। স্পিরিট এর বিচ্ছিরি ছাইপাস। শালা ভাল মাল আনতে পারিস না? চোখহীন কোটরে খানিকটা ঢেলে দিই, আরো খানিকটা..। জ্বলে উঠুক।
এবার নতুন কিছু দেখুক। দৃশ্যেরা বেশ্যা হয়ে গেছে। নতুন যৌবন আসুক। নতজানু গাছ নয়, রংধনু হোক।
শুভ সকাল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।