প্রজন্মের হাত ধরে জাগরণের পথে ইদানিং মুক্তমনা শব্দটার বেশ মার্কেটিং হচ্ছে। কোন রকমে মুক্তমনের স্বীকৃতিটুকু আদায় করে নিতে পারলে আপনি হবেন আধুনিক, প্রগতিশীল, এবং অবশ্যই সুশীল। যদিও ভিতরে মাল খুব একটা নাও থাকে। অন্তত আমার মত মৌলবাদী, ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল জাতীয় গালি শুনতে হবে না। যাই হোক মূল কথায় আসি।
সামুতে আমি গত কয়েকদিন বেশ কয়েকটা পোষ্ট দিয়েছিলাম। পোষ্টগুলো হলোঃ
১ । বিশ্বাসের একটি ভাষা আছে
২ । নাস্তিকতার অন্ধ বিশ্বাস
৩ । সাংস্কৃতিক গণহত্যা
৪ ।
পদার্থ নাকি স্রষ্টা?
৫ । আপনার ধান্ধা কি?
উপরে উল্লেখিত পোষ্টগুলো আমি প্রথম আলো ব্লগেও পোষ্ট করেছিলাম। মুক্তমনা ও প্রগতিশীলতার ধ্বজাধারী প্রথম আলো একবার দুইবার নয় ছয় ছয় বার আমার পোষ্টগুলো ডিলেট করেছে। সর্বশেষ আমি আজ দুপুরে দুইটা পোষ্ট আবার রিপোষ্ট করি। সেগুলোও এখন নেই।
দুপুরের চিত্র
বর্তমান চিত্র
আলহামদুলিল্লাহ সময় বদলাতে শুরু করেছে। বিলুপ্ত প্রায় এই বিশেষ বস্তুবাদীরা তাদের মুখোশ উন্মোচন করছে। কারন এ্যাকুরিয়ামের মাছের মিথ ভাঙতে শুরু করেছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।