রোববার দুপুরে নোয়াখালীর কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সংলাপ প্রস্তাবে জনগণ সংঘাতের পথ থেকে মুক্তির আশায় বুক বেঁধেছিল। কিন্তু বিরোধীদলের নেতা বিনামেঘে বজ্রাঘাতের মতো ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন সরকারকে।
এই আলটিমেটাম দেশের রাজনৈতিক অঙ্গনে খাল কেটে কুমির ডেকে আনার অশুভ সংকেত।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, রাজনৈতিক সংকট সমাধানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সংলাপ। তাই আলটিমেটামেরন প্রস্তাব প্রত্যাহার করে আসুন, বসুন।
“সংসদে বসতে পারি, সংসদের বাইরেও বসতে পারি। ভেতরে বাইরে যেকোনো এজেন্ডা নিয়ে আমরা খোলামন নিয়ে আলাপ আলোচনা করতে চাই,” বলেন কাদের।
বিদ্যালয়ের প্রধানশিক্ষক এনায়েত উল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন ও কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।