হারিয়ে ফেলা কি কঠিন কিছু? মেঝেয় বসে পা ছড়িয়ে শক্ত ঝুঁটিদুটো বেঁধে ঝাঁপি যখন উপুড় করে খুব ঝাঁকিয়ে পৃথিবীটা বাইরে আনি জানি, আর এ মনই জানে- হারিয়ে গেছে পাঁচটি তারা, তেপান্তরের মাঠটি আমার, বুনো ফুলের গন্ধমেশা সপ্তভুবন । হারিয়ে ফেলায় ভীষণ পটু, হারিয়েছি আমার ঢাকা(শুধুই ঢাকা?এক মহাকাশ বলতে পারো), লালচে চুলের ঝিলিকমাখা এরিয়েলের স্বপ্নচোখে সাগরতলে মুক্তো খোঁজা, মামদোভূতের ভয় দেখানো ভাইয়ের হাসি, সিন্ডারেলা কাঁচের জুতো, রুমালচোরের সইগুলো সব, বারবি পুতুল, টম সয়্যার আর হাকলবেরী ফিনের সাথে সন্ধিশেষে আমার অধীন রাজ্যযত, রুপকথার এক সন্ধেবেলা, লালাবাইয়ের নির্জনতায় আঁধারবন্দী রাত্রি মুছে মা'র হৃদয়ছোঁয়া চুমু । বাবার সাথে তাসপেটানো একটি দুপুর, চা'র আমেজ, সবুজছায়ায় দোলনাচেয়ার, একটি পুকুর, হিমসকালে ভাপা পিঠার নরম মোহ, বাদলাদিনের আড্ডাশেষে সর্ষেইলিশ আর খিচুড়ী, তাথৈ নাচের ছন্দ রুয়ে ঘুঙুর পড়ে আকাশ ছুঁয়ে বৃষ্টি আনার দিনগুলো সব, রংধনু এক, আড়ং কিংবা রাপা প্লাজায় রূপোর দুলের অলকঝরায় দীঘল চুলের অরন্যতা, বনলতায় নিজকে দেখা, পাখির নীড়ের চোখটি তুলে সেই তরুনের প্রতীক্ষাতে দোদুলমনের প্রশ্নটাকে"..কোথায় ছিলেন?" হারিয়েছি মাতালপ্রহর, চৈত্রদিনের শুস্কখরায় তোমার পরশ, স্নিগ্ধ আবেশ, আমার জারুল চোখের ছায়ায় তোমার বসত, চৌরাসিয়ার বাঁশির সুরে তোমার সাথে ভুবনপাড়ির তীব্র নেশা, বুকের ভেতর ধুকপুকে এক নষ্ট কাঁপন, একটি চিঠি, নীলচে সুরের মূর্ছনাতে অজানা সেই কষ্ট শুধু, নিঝুম রাতের কান্নাভেজা প্রিয় বালিশ, স্বপ্ন দেখার স্বপ্নটুকু, তোমার বুনোগন্ধমাখা খামের ভেতর শুকনো ফুলের পাপড়িছুঁয়ে তোমার ছবি, আর তোমাকে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।