আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদ। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে অপরাজেয় বাংলার সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হেফাজতে ইসলামীর ভাংচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে প্রায় একই সময় ক্যাম্পাসে মিছিল করে প্রগতিশীল ছাত্রজোট।
ছাত্র সংগ্রাম পরিষদের সমাবেশে ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, “সহিংসতা ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে হেফাজতে ইসলামী সারা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়েছে। যারা মসজিদে আগুন দেয় তারা মুসলমান নয়।


হেফাজতের এ ধরনের কর্মকাণ্ডে সমর্থন দেয়ার জন্য বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করেন তিনি।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, “আল্লাহর বাণী সম্বলিত কোরাআন শরীফে যারা আগুন দিতে পারে তারা কথনোই ইসলামকে হেফাজত করতে পারে না। ”
সিপিবি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করে।
রোববার দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পুরানা পল্টনে সিপিবির ভবনে (মুক্তি ভবনে) হামলা চালায় হেফাজতের একদল কর্মী। তারা মুক্তি ভবনের ভেতরে ঢুকে নিচ তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত সব দোকান ও বিভিন্ন অফিস ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.