আমাদের কথা খুঁজে নিন

   

কফিন

প্রধান সম্পাদকঃ বালুচরবিডি ডট কম। হাজার স্বপ্ন বুকে ধারণ করে, আমার মা- আমার বাবা , শুধু আমায় নিয়ে । ছেলেটা বড় হবে, অনেক বড় । বাবার আদর আর মায়ের স্নেহ- আমাকেও শেখায় স্বপ্ন দেখতে । বড় হবার স্বপ্ন ।

যে স্বপ্নের মাঝে- লুকিয়ে থাকে আমার বাবার ঘাম, আমার মায়ের- একজোড়া জ্বলজ্বলে চোখ । কিন্তু একদিন- নীলিমার গা থেকে খসে পড়া- দূরন্ত উল্কা পিন্ডের মত, মরণের পাদদেশে আছড়ে পড়ে- আমার জীবন । আমার কফিন- কড়া নাড়ে আমার বাড়ির দরজায় । মায়ের চোখে আজ আর সেই জ্বলজ্বলে ভাবটা নেই , অশ্রুতে সেটা ধুয়ে গেছে । বাবার বুকে আজ আর কোন স্বপ্ন নেই, কষ্টের তিক্ত পাথরে সেটা চাঁপা পড়েছে ।

কফিনবেশী আমিই- হ্যাঁ আমিই, হাজার স্বপ্ন-হাজার আশা করে দিয়েছি- স্থির এবং নিস্প্রদীপ । (গত বুধবার সড়ক দূর্ঘটনায় নিহত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর স্মরণে । ) পূর্বে এখানে লিখেছিলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।