আমাদের কথা খুঁজে নিন

   

কফিন

উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি

আমাদের সিঁড়ি ঘরে সবুজ হন্তারকের ছুরি, কফিনের গায়ে নদীর স্রোত আর জুয়াড়ির বিষাদ ভরা মুখ, কোন দিনও যে ঢেউয়ের টোলপড়া গালে একবারও ওড়েনি, তাঁর মনো কাদম্বিনী আজ কফিনের পাশে ক্ষণ বিহ্বল, ব্যথিত ময়ূর। উড়ে যাচ্ছে কত শত দুঃখ-ঘ্রাণ, প্রীতিসম্ভাষণ, আর পরন্তপের আয়নায় দেখছি নিজের মুখে বিঁধে আছে অসংখ্য সূচ। পুরনো নথির কোণে লেগে ছিল যার আঙুলের ছোঁয়া, নতমুখের পাণ্ডুলিপিতে তাঁর ঘুমন্ত ভঙ্গি ভেঙে গড়ে তুলছি প্রত্যাখানের দাঁড়, দাঁড়ের শব্দ সম্ভারে ভরে তুলবো নিজস্ব কফিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।