আমাদের কথা খুঁজে নিন

   

কফিন থেকে তুলে আনা....................

TSC তে কিউবির গাড়ি ভাংচুর!!!!!!!!!! শেষ পর্যন্ত কিউবির গাড়ি টা ভাংতেই হল কিউবির আনলিমিটেড প্যাকেজ নিয়ে মোটামোটি সবাই বিরক্ত আনলিমিটেড এর কথা বলে পুরাপুরি চিটিং করতেছে ৫০০০ টাকা দিয়ে Qubee Tower সেই সাথে ৫১২kbps এর প্যাকেজ নেয়া। ১৯ দিনে ২৩GB ইউজ করার পর স্পিড এখন ২০ অথচ ৬০+ থাকার কথা। কাস্টমার কেয়ার এ ফোন দিলে সেই রবীন্দ্র সংগীত বার বার শোনায়। Fair Use Policy . ফ্রেন্ড রা মিলে সিদ্দান্ত হল কিউবির সেলসম্যান আর গাড়ি আসলে ভাংচুর। আজকে(২১ জুলাই)দুপুরে সেই মহত কাজটি সম্পাদন করা হইছে ।

দুপুর ১ টার দিকে TSC তে কিউবির গাড়ি ভাংচুর খুব বেশি কিছু হয় নাই। 52” LCD মনিটর, গাড়ির সামনের গ্লাস ,হেড লাইট, লুকিং গ্লাস, Qubee এর গাড়ি এর ২০ ফুট গ্লাস, এই আর কি। । Qubee ঢাবি ক্যাম্পাসে অনুমতি না নিয়েই বিজনেস চালাইতাছে কাজটা কি ভুল করলাম ????? কি করুম বলেন হলের রুমে এসে এসে মার্কেটিং করতো কিউবির সেলসম্যান গুলা। হয় স্পিড ঠিক করবে নাইলে গদাম, যে কোন একটা।

ক্যাম্পাস এ কিউবির কোন গাড়ি বা সেলসম্যান আসলেই........X# এই পোস্ট টা কোন এক অজ্ঞ্যাত কারনে ডিলিট হয়ে যায়। গুগল মামুর কল্যাণে খুজে বের করে রি পোস্ট দিলাম । তয় মামুরা আমি যদি ডিলিট হয়ে যাই,তাইলে আশীর্বাদ কইরেন পোষ্টের কমেন্টস গুলা অ্যাড করে দিলাম  কিউবি কি করতেছে সবার জানা দরকার। এই অবস্থায় বিটিসিএল ব্যান্ডউইথ রপ্তানি করবে ???????????????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।