আমাদের কথা খুঁজে নিন

   

কাচের দেয়ালের ওপাশে লালচে হলুদ একটা আকাশ

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কাচের দেয়ালটা অর্থবহ নয়, যতটা না এ অর্থকড়ি। বাজেটের চ্যাপটা এঙ্লে ঘেটে বেড়ুনো ঘোটেল এক একটা খরচ যখন মেলে না কিছুতেই তখন সে কাচের দেয়ালের ওপাশে লালচে হলুদ আকাশটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। এখন পোনে সাত। কিন্তু সন্ধ্যা হয়নি। আকাশটা একদম রক্তিমাভ হলুদ।

আমার চেচিয়ে বলতে ইচ্ছে করছে - বড় সুন্দর আকাশ ধরনীতল। কিন্তু সামনে যন্ত্রমানবের দংগল আর তাদের হেঁেট বেড়ানো চার্টের রাইট বাটন টিপে সোর্সের সিরিজ খুঁেজ বেড়ানোর ফরমায়েশ। রাসত্দায় হঠাৎ অসুস্থ হলে রিকশাওয়ালার মত প্রিয় মানুষ আর কেউ নেই। তেমনই এখন ইন্টারনেট সংযোগ আর একটা ভিন্ন কাজ সবচেয়ে প্রিয়। সে ভিন্ন কাজ হচ্ছে সবকিছু ভুলে থাকা।

এ ভুলে থাকার নামই সুখের জীবন! বড় সুখে আছি। দেখুননা আকাশটা আমার সে সুখের রক্তক্ষরণে তৈরী হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.