৭১ মহান মুক্তিযুদ্ধের বিরোধী জামাতে ইসলামীর ছাএ সংগঠন ছাএ শিবিরের কাযর্কম , দক্ষতা ইত্যাদি নিয়ে আজকাল প্রায়ই শোনা যায় ভবিষ্যত সম্বাবনার কথা। আগামি দিনে নাকি তাদের দ্বারা বাংলাদেশের অপার সম্বাবনা , বাংলাদেশ তারা বিশ্বদরবারে একবারে ফাটিয়ে ফেলবে , বাংলাদেশ চলে যাবে এক অন্য উচ্চতায় মাশাল্লাহ ! কিন্তু একটি কথা বুঝতে পারিনা যাদের মধ্যে নুন্যতম দেশপ্রেম নেই , মুক্তিযুদ্বের আদর্শ নেই , মুক্তচিন্তার চিটেফোটা নেই তাদের দ্বারা বাঙালি জাতি কিভাবে এগিয়ে যাবে।যারা আমাদের মহান মুক্তিযুদ্ব স্বীকার করেনা ,বাঙালি সংস্ক্রতি যাদের মাঝে বিন্দুমাএ নেই যারা ধমার্ন্দ রাষ্ট কায়েম করে প্রিয় মাতর্ভুমিকে একটা আফগান বানাতে চাই , পাকিস্তান বানাতে চাই তারা কিভাবে বাঙলাদেশকে বিশ্বদরবারে ময্রাদার আসনে বসাবে। যারা ১৬ ডিসেম্বর পালন করেনা মনে প্রানে ,যারা শহীদ মিনার যায়না ফুল দিতে ,যাদের অন্তর ঠানে শুধু , আফগান , কাবুল আর ওয়াজিরিস্তানের দিকে তারা কিভাবে বাংলাদেশকে অপার সম্বাভনায় ভরিয়ে দিয়ে শোষনমুক্ত বাংলাদেশ গড়বে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।