চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
ব্রিকের কথা আমরা সবাই জানি (ব্রাজিল, রাশিয়া, ইনডিয়া আর চায়না কে নিয়ে যে গ্রুপ)। ২০০৬ সালে পৃথিবী বিখ্যাত প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার এর সাথে মেক্সিকো, ইন্দোনেশিয়া আর তুরস্ককে যোগ করে ই সেভেন গ্রুপ প্রতিষ্ঠা করে। তাদের মতে ইসেভেন গ্রুপটি অর্থনীতি ২০৫০ সালে বর্তমানের জিসেভেন (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কানাডা, জার্মানি, ইটালি, ফ্রান্স) চাইতে ৫০% বেশি হবে।
এই দুই গ্রুপ আর দক্ষিন কোরিয়া, অস্ট্রেলিয়া, ষ্পেন নিয়ে মোট যে ১৭ টি দেশ হয় তার হবে পৃথিবীর প্রথম সারির অর্থনীতির দেশ।
২০৫০ সালে অর্থনীতিতে চায়না আমরিকাকে ছাড়িয়ে প্রথম হবে, ভারত আমেরিকাকে প্রায় ধরে ফেলবে।
ব্রাজিল জাপানকে হটিয়ে চতুর্থ স্থান দখল করবে। ইন্দোনেশিয় ইংল্যান্ডকে ছাড়িয়ে যাবে। তুরস্কের অর্থনীতি হবে ইটালীর সমান।
এই ১৭টি দেশের পর প্রাইস ওয়াটার হাউস কুপার ১৩ টি দেশকে উদীয়মান অর্থনীতির দেশ হিসাবে আখ্যায়িত করেছে। প্রথম পাচটির মধ্যে আবার বাংলাদেশ রয়েছে।
এরজন্য আবার বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হবে দক্ষতার সাথে। অন্য দেশগুলো হল নাইজেরিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মিশর, পাকিস্থান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইরান, আর্জেনটিনা, দক্ষিন আফ্রিকা, সৌদি আরব এবং পোলান্ড
লক্ষ্য করলে দেখবেন নতুন যে শক্তিধর ২০টি অর্থনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে তার দশটি মুসলিম দেশ। এছাড়া ভারত, চীন, ফিলিপাইন এবং থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখায় মুসলমান রয়েছে।
মুসলমানদের প্রায়শ:ই দাংগাবাজ আর নিষ্কর্মা বলে অভিহিত করা হয়। টেরোরিষ্ট শব্দটির প্রসংগ আসলেই যেন সাথে ইসলামের কথা চলে আসে।
উপরের পরিসংখ্যান কিন্তু অন্য কথা বলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।