এবার নিউইয়র্কেও ব্লগ ডে পালিত হয়েছে। এতে কিছু 'আওলাদে রাজাকার' ঢুকে পড়েছিল। এদেরকে শায়েস্তা করেছেন- ব্লগার রাফা, শেখ মিনহাজ, বিপ্লব।
Click This Link
আমি নিউইয়র্কে থেকেও সেখানে যাই নি। কারণ আমার কাছে তথ্য ছিল
ঝামাথি কিছু চামচা, যারা ভালো করে দুলাইন বাংলাও লেখতে পারে না
অথচ নেজেদেরকে 'লেখক' দাবি করে- সেখানে যাচ্ছে।
তাই যাই নাই।
Click This Link
রাজাকার আলবদররা ৭১ এ পরাজিত হয়েছিল। কিন্তু ওদের আওলাদরা মুখোশ পরে আমাদের চারপাশে মাঝে মাঝে ঘুরে।
এতে হতাশার কিছু নাই। কারণ বাংলাদেশের ১৬ কোটি মানুষের মাঝে
কয়টা রাজাকার মার্কা আছে- তা আমাদের অজানা নয়।
যে কথাটি বলতে চাই - বাংলাদেশে কিংবা বিদেশে রাজাকার রাও
একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করে।
যারা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করেন - তারাও পালন করেন।
ঠিক সেভাবেই আগামীতে দেশে- বিদেশে ব্লগ ডেও পালিত হবে।
ঝামাথি- নালায়েক মউদুধি পন্থীরা পালন করতে চায়- ওদের মতো করে করবো।
মুক্তিযুদ্ধের পক্ষের সমমনারা তাদের মতো করে পালন করবেন।
আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই প্রস্তুতি নিয়েই।
ব্লগিং করুন- সাথে থাকুন একাত্তরের মহান শহীদদের চেতনার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।