“আগামী দিনে তরুণরাই দেশের নেতৃত্ব দেবে। আমরা জ্যেষ্ঠরা অভিভাবক হিসেবে তাদের পাশে থাকব,” বলেছেন তিনি।
বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে বিএনপি চেয়ারপারসন পুরনো ধ্যান-ধারণা বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার ওপর জোর দেন।
গুলশানে নিজের কার্যালয়ে বুধবার রাতে যে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বক্তব্য রাখেন, তাতে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ ১৫ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক যোগ দেন।
আমিনুলের নেতৃত্বে তারা খালেদার হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।
অন্য ফুটবলাররা হলেন ইমতিয়াজ আহমেদ নকীব, মাসুদ রানা, মিজানুর রহমান ডন, এনামুল হক, মেজবাহ উদ্দিন, জিয়াউর রহমান,অরুপ কুমার।
ফুটবলারদের সঙ্গে ব্যাডমিন্টন খেলোয়াড় রাসেল কবির সুমন এবং ক্রীড়া সংগঠক কাজী শামীম তারেক, সালাহউদ্দিন হায়দার খোকন, জিয়াউর রহমান তপু, মাসুদ করীম, বজলুর রহমানও বিএনপিতে যোগ দিয়েছেন।
অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে আমিনুল, মেজবাহ ও নকীব বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্রীড়াঙ্গনে দুর্নীতির অভিযোগ তুলে ক্রীড়া ক্ষেত্রে নিজের সরকারের সময় গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন খালেদা।
“এই সরকার কোনো কাজ করছে না, শুধু নাম ফলক লাগায়।
আমাদের আমলে ক্রিকেটের পাশাপাশি ফুটবলকে বিশেষ গুরুত্ব দিয়েছি, আজ তা হচ্ছে না। ”
সরকার খেলোয়াড় ও ক্লাবগুলোতে দলীয়করণ করেছে অভিযোগ করে তিনি বলেন, এতে খেলার মান উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
খেলোয়াড়দের যোগদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, ফজলুর রহমান পটল, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীমও উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।