আমাদের কথা খুঁজে নিন

   

আগামীতে প্রকাশ্যে ধূমপান করবেন না মন্ত্রী

প্রকাশ্যে ধূমপান করার জন্য ক্ষমা চাইলেন বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। আগামীতে প্রকাশ্যে আর ধূমপান করবেন না বলেও অঙ্গীকার করেছেন তিনি।

আজ মঙ্গলবার তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন- ''গতকাল এবং আজকে বিভিন্ন গণমাধ্যমে আসা আমার একটি ছবি নিয়ে আমি খুবই লজ্জ্বিত। অস্বীকার করি না আমি একজন চেইন স্মোকার কিন্তু এভাবে প্রকাশ্যে ধুমপান করা আমার কোন ভাবেই ঠিক হয় নাই। গতকাল অনেকটা আনকন্সাস মাইন্ডে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।

এরকম ঘটনা আগামীতে আর হবে না। আমি আশা করি আমার আত্মউপলব্ধিকে আপনারা বিবেচনায় এনে নিজগুণে ক্ষমা করবেন। ''

এদিকে মন্ত্রীর এ স্ট্যাটাসে তাৎক্ষণিক মন্তব্যের ঝড় ওঠে ফেসবুকে। মাত্র দুই ঘণ্টায় এক হাজার ৭২ টা লাইক পড়ে তার এ মন্তব্যে। অসংখ্য মানুষ তার এ মন্তব্যের নিচে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আরিফ আর হোসাইন নামে একজন লিখেছেন- ''আপনার উত্তরটা ভালো লাগলো। আজকাল স্যরি বলতে আমাদের কষ্ট হয়। অথচ, এই ছোট্ট শব্দটাই যে কত সুন্দর, কত সমস্যার সমাধান করে দিতে পারে সেটা আমরা অনেকেই বুঝি না। ......''

উল্লেখ্য, সোমবার বিকেলে সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে বসেই ধূমপান করেন মন্ত্রী সৈয়দ মহসীন আলী। এতে হতবাক হয়ে যান শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিরা।

এসময় তার পাশে বসে সব কিছু সহ্য করছিলেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল জামাল মাহমুদ সিদ্দিক, সিলেট মহানগর পুলিশের কমিশনার শেখ মিজানুর রহমান প্রমুখ।

এ খবরটি ওইদিনই বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও পরেরদিন বিভিন্ন পত্রিকায় ফলাও করে প্রকাশ করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.