আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয় গীত

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে সুরুজ মজিল নিশিথ ঘনাইল চন্দ্র গগনেতে জোছনা বিলায় পুশকুণ্ডির দুই পারে বৃক্ষ সারে সারে জোনাকিরা খেলা করে তরুর ছায়ায় ঘাটের কিনারে তেপন্থের ধারে উদাসী জোছনাতে কে একা বসিয়া এমন বিভাবরী আহা কী মরি মরি একা একা উদাসী কিসের লাগিয়া এমন সময়ে ধীর ধীর পায়ে যায় হেঁটে যায় রে বালিকা অচেনা সুধীর তরুছায়ে মন্থর বায়ে আঁচল উড়িছে যেন পরীর ডানা ভুলিয়া গিয়া নিজ আকুল মনসিজ তরঙ্গিয়া উঠিল হৃদয় মোহনায় সে রূপে পাগল প্রায় অধম অচিন গায় বাঁধিল তাহারে কন্যা নিঠুর মায়ায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।