আমাদের কথা খুঁজে নিন

   

প্রণয় পিঁড়িঁ

মাটি ও মানুষের বন্দনায়...

বুকের গহীনে আছে ক্ষ্রদ্র কৃটির আছে প্রণয়ের সাজানো বাসর, কুটির ধারে পিঁড়িঁটা পাতানোই ছিল প্রণয়ী শিকারের পিঁড়িঁ। বঙ্গ রমনী কিনা পিঁড়িঁ ছাড়া বেমানান কত রং রেরংয়ের রমনী হেটে গেল আমি কেবল নিরব ভাষায় আমার মৌন কাব্যিক ব্যান্জ্ঞনায় পিঁড়িঁ উপবেশণে আবেদন করছিলাম। কেউ তো ধাঁধাঁলো হাসির রেখা টেনে কেউ বা আশ্বাস বানী চারণ করে ভিন্ন পথ বেছে নিল। পিঁড়িঁটা আমার বাসর ধারণকৃত কুটিরের পাশেই, তরু উদাম শূণ্য রহিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।