আমি বলতে এসেছি, আমাকে বলতেই হবে..
প্র ণ য় কা ব্য.............................
আদৃতা আবৃত্তি
............................
কুয়াকাটা ঝাউবন
তুমি আমি
আমি তুমি
বসে থাকা পাশাপাশি
আমরা দু'জন।
সাড়া নেই, শ্বব্দ নেই
কথা-বার্তা? তাও নেই
ঝলমলো রোদ মেখে
দোল খায়
উত্তাল জলরাশি, আছড়ে পড়ে সমূদ্রের বুকে
ক্লান্ত হয়ে ফিরে আসে
ছুঁয়ে যায় আমাদের দু'জোড়া পা
বারবার.......
ভেজা পায়ে বৃষ্টি ঝরে
অদৃশ্য বর্ষণ নিরন্তর লিখে যায়
অনুভবনের পান্ডুলিপি।
বর্ণহীন, শব্দহীন, বাক্যহীন
কেবল স্পর্শের গভীরতায় অনূদিত
আমাদের প্রণয় কাব্য
লাল টকটকে সূর্য হয়ে
সমূদ্রের বুকে স্নানে মত্ত হয়
শেষ বিকেলে, তারপর থেকে
কুয়াকাটা সমূদ্র-পাড়ে সূর্যাস্ত দর্শন পৃথিবীর তাবৎ পর্যটকদের কাছে
পরিণত হয় এক অধরা সৌন্দর্য্যে.....
যার শুরু আছে কিন্তু শেষ নেই...
আমাদের দু'জনার অনুভবের তুলিতে আঁকা এ এক চিরায়ত প্রণয় কাব্য।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।