আহত উড়াল
দুরূহ একুশ জন্মে কত ভুল
ভ্রষ্ট কাব্য পাঠ!
স্বপ্নের তিরতিরে নদীতে
হরিৎ শ্যাওলা জমে ওঠে-
বন্ধনহীন দুঃখ হয়ে।
আকাঙ্ক্ষার গ্রন্থিগুলো
বিলাসপাঠ চুকায়,
ভেসে যায় ঘূর্ণিস্রোতে।
বিভ্রান্ত সময়ের জট খুলে
যেটুকু পাই গোধূলীর রঙ
তাতে প্রণয়ের পূজা হয় না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।