আমাদের কথা খুঁজে নিন

   

ডাকসু নির্বাচন নিয়ে মাঠে নামুন

:) আজ সকালে বেশ খানিক টা হেসেছিলাম রাজনীতি তে মানুষ কনসার্ণ দেখে ... এটা যে হঠাত করে গেলানোর বস্তু না, এটা যে অনেক পুড়ে খাটি সোনা হবার মতই সাধনার বিষয় , সমাজের জন্য - দশের জন্য কাজ করে করে আল্টিমেটলি নিজেকে মানুষের সেবার জন্য প্রস্তুত করে তোলা ... এটা যেনো ভুলেই গেছি আমরা ... জাস্ট একটা টেক্সট করেন আমার মুবাইলে আর হয়ে উঠুন রাজনীতিবিদ !!! হাই ফানি ! পোস্ট রাজনীতি নিয়ে না, পরিবর্তনের সম্ভাবনা নিয়ে... আমি অন্তত যতদিন পাইপ লাইন ফ্রী করতে না পারবো ততদিন রাজনীতিতেও পরিবর্তনের কোন সম্ভাবনা আছে বলে মনে করিনা ... ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হোক, যারা যারা এখনো কারেন্ট স্টুডেন্ট- ডাকসু নির্বাচন নিয়ে মাঠে নামুন, কিচ্ছু হওয়ার দরকার নাই- দল/লীগ ই কমিটিতে আসুক - তারপরো নির্বাচন হোক - এই সরকার থাকতেই এটা করুন - আর যদি না পারেন দয়া করে দেশ নিয়া স্ট্যাটাস দিয়া ফাল পাইরেন না :/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.