ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, "ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগীতামূলক মনোভাব তৈরি না হয়ে অসুস্থ রাজনীতি চর্চার প্রক্রিয়া গড়ে উঠেছে। "
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় উপাচার্য এ কথা বলেন।
ডাকসুর সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে।
বৃহস্পতিবার অধ্যাপক এস এম এ ফায়েজকে অব্যাহতি দিয়ে অধ্যাপক আরেফিনকে উপাচার্য হিসাবে নিয়োগ দেয়া হয়।
শনিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
অধ্যাপক আরেফিন বলেন, "১৯২১ সাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে কাজ করছে। তাই শিক্ষার্থীদের প্রতিযোগীতামূলক মনোভাব গড়ে তোলার জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই। কারণ প্রতিযোগীতামূলক মনোভাব শিক্ষার্থীদের চিন্তাশক্তির বিকাশ ঘটায়। "
তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন মতাদর্শের অনুসারী হলেও বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সবার সম্মিলিত সহযোগিতা দরকার।
কারণ গণতন্ত্রের মূল চালিকাশক্তিই হচ্ছে এ সহযোগিতা। "
সংসদ নির্বাচনের পর কয়েকটি হলে সহিংসতা ঘটার পরিপ্রেক্ষিতে উপাচার্য শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।
তিনি বলেন, ''শিক্ষার্থীরা যাতে ক্লাশ এবং পরীক্ষাসহ সকল শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সহযোগিতা থাকবে। "
অধ্যাপক আরেফিন বলেন, "আবাসিক হলে ছাত্রত্বই শিক্ষার্থীদের বড় পরিচয়, সংগঠন তার পরিচয় নয়। শিক্ষার্থীদের সহাবস্থানের পাশাপাশি সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে হল কর্তৃপক্ষ।
"
হলে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, "ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের প্রতি তাদের দায়িত্ব পালন করতে হবে। "
নিয়োগ পাওয়ার ব্যাপারে উপাচার্য বলেন, "আমি সাময়িকভাবে নিয়োগ পেয়েছি। ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী সিনেটে উপাচার্য প্যানেল গঠন করেই উপাচার্য নিয়োগ হবে। এর আগে সিনেটের শিক্ষক প্রতিনিধি, রেজিস্টার্ড গ্রাজুয়েট এবং অন্য সব কমিটির নির্বাচন করা হবে। যাতে উপাচার্য প্যানেল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
"
গত ১২ জানুয়ারি অধ্যাপক এস এম এ ফায়েজ উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।