আমাদের কথা খুঁজে নিন

   

গাঁয়ের নিমন্ত্রন / কবীর হুমায়ূন

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। সাদা মেঘের পাল তূলে কি ঐ আসে ঐ শরৎকাল ? কাঁশের বনে নাচন উঠে শাপলা ফোটে হয়ে লাল। আয় কে যাবি শহর ছেড়ে গাঁয়ের পথে আয়রে আয়, শিশির ভেজা ধানের ক্ষেতে কিশোরীরা রং মাখায়। শালুক তোলার ধুম লেগেছে বিলের জলে কিশোর দল, চাঁদের আলো পড়ছে চুঁয়ে নেই শহুরে কোলাহল। আয় না বাবু, ম্যাম সাহেবা শ্যামল ছাঁয়ায় চোখ জুড়াই, ব্যাস্ত শহর ইট পাথরের ভাল্লাগেনা কিচ্ছু ছাই। নিত্য এখন চিত্ত কাঁদে বন্দী জীবন শহুরে, আয় না ভাই ক্ষানিক তরে শহর ছেড়ে ঐ দূরে। ২০ ভাদ্র, ১৪১৯।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।