বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
হিজল তমাল গাঁয়ের মেয়ের
মিষদ্বি মধুর নাম,
গর্ব করে বলে বেড়াই
এতই তার দাম।
হিজল তমাল গাঁয়ের মেয়ে
ওই কুটিরে থাকে,
গাছ-গাছালি বন-বাদাড়ে
ছোট নদীর বাঁকে।
সেথায় ফোটে জুঁই-চামেলী
শিউলী-কেয়া ফুল,
তাই দেখে যে গাঁয়ের মেয়ে
খুশিতে ব্যাকুল।
বন-বাদাড়ে পাখ-পাখালির
মিষদ্বি মধুর গানে,
গাঁয়ের মেয়ে ছুটে আসে
তারি প্রাণের টানে।
হিজল তমাল গাঁয়ের মেয়ে
গান যে ভালোবাসে,
ভরদুুপুরে পাখির গানে
তাই তো ছুটে আসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।