গাঁয়ের ছেলে দেখতে গেলো, নন্দীনিকে তার হাতে কিছু পথ্য নিয়ে, যা- পছন্দ প্রিয়ার আজ হবে যে দ্বিতীয় দেখা প্রিয়’র সঙ্গে প্রিয়ার প্রথম দেখার হিসাব করলে প্রিয় দেখবে তিনবার বেশ ক’ মিনিট দাঁড়িয়েছিলো, সুবাস্তুর প্রাচীরপাশে ক্ষণগণনা শেষে প্রিয়ার, পায়ের আওয়াজ আসে ক্লান্ত দেহ নিয়ে প্রিয়া, ব্যস্ত মুঠোফোনে আঙ্গুল নেড়ে জানান দিল, একটু দাঁড়াতে এর ক’সেকেন্ড পরে প্রিয়ার, ঠোটের কোনে হাসি আলাপ শুরু করতেই আনলো, রোমান্টিক এক ঘুষি! প্রিয়া যে এক অসাধারণ, হার মেনে যায় চাঁদ ভুষনে যে আধুনিকতা, বাকি সবই বাদ ফুসকা খেতে জানালো প্রিয়া, উদার আমন্ত্রণ সামাজিকতায় যে সমকালীন, তারও মিললো প্রমাণ খাওয়ার ফাঁকে চলছে আলাপ দু’জন দু’জনার এমন সময় খানিক ব্যাঘাত, ঘটলো ফোনে প্রিয়ার আলাপ শেষে বিলটি দিতে, বললো ‘এরিয়া আমার’ মনে হলো নেতৃত্ব দেয়, ওই এলাকার সবার সাবধানতায় ইঙ্গিতে বললো, ‘পাশে সিকিউরিটি গার্ড’ বললো ছেলেটি ওসব ছাড়াই চলে এই হার্ট আগামীর কল্যাণ কামনায় প্রিয়া নিলো বিদায় গাঁয়ের ছেলেটি গাড়ির অপেক্ষায়, দাঁড়িয়ে ছিলো রাস্তায়…
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।