শেষের হইল শেষ.....বাঁচিবার শেষ চেষ্টায়।
স্বপ্ন ঘেরা ছোট্ট বাড়ী,
টিনের চালার ঘর।
সবাই মিলে থাকি সেথা,
থাকব জনম-ভর।
আমার বাড়ী শহর ছেড়ে,
অনেক খানি দুরে।
যেতে চাইলে যেতে হবে,
নছিমনে চড়ে।
ধুলো-মাখা মেঠো পথের
পাশেই আমার বাড়ী।
কিছুটা পথ হাঁটতে হবে,
সেথায়, পাবে না আর গাড়ী।
ছোট্ট একটা নদী বহে,
বাড়ীর পিছন দিয়া
যেতে চাইলে নৌকা ভ্রমণে
যাবো তোমায় নিয়া।
ভ্রমণ শেষে ক্লান্ত বেশে
ফিরবে যখন বাড়ী,
খেতে দেব ঠান্ডা জল আর
ইরি ধানের মুড়ি।
বিকেল বেলা খেলার মাঠে
হবো সবাই জড়ো,
দেখবে তুমি খেলছে কতো
ছেলে, জোয়ান বুড়ো।
সন্ধ্যা বেলা দেবে যখন
ঐ মসজিদে আযান,
একে একে সবাই তখন
ছাড়বে সবার খেলন।
নামাজ শেষে প্রার্থনাতে
মোদের কামনা,
সুখে-দুখে পাশাপাশি
প্রভু ছিন্ন করো না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।