এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।
আমার গাঁয়ের মেটো পথে
গরুর গাড়ি চলে,
দুই ধারে তার জমিন ভরে
সোনার ফসল ফলে ।
পালকি চড়ে নতুন বধু
শ্বশুর বাড়ি যায়,
বেহারারা পালকি কাধে
পল্লীগীতি গায় ।
কলার গাছে পেচিয়ে কাগজ
বিয়ের তোরণ হয়,
পান খেয়ে ঠোট লাল করে সব
মনের কথা কয় ।
কৃষকেরই গানে গানে
পথিক ফিরে চায়,
গানের সুরে মন জুরায়
শরীর জুরায় বায় ।
সাত সকালে বিছান ছাড়ে
সবাই কাজের ডাকে,
আকাশ জুড়ে হরেক পাখি
বেড়ায় ঝাঁকে ঝাঁকে ।
শুকনো পাতা কুড়িয়ে আনে
কিশোরীদের দল,
মনে তাদের নুপুর বাজে
নেইকো পায়ে মল ।
বিকেল কাটে কানামাছি
গোল্লাছুটের ভীরে,
সন্ধ্যা হলে সবাই ফিরে
আপন আলয় নীড়ে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।