তোমার ছবি আঁকবো বলেই, হাতে নিলাম তুলি বললো সবাই, ও ছবি তো যায়না ওগো আঁকা তবু মায়ের কথা ভাইয়ের কথা বোনের কথা ভেবে রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি – হলো কেবল, হিজল তমাল ফুলই। তোমার ছবি আঁকবো বলেই, হাতে নিলাম খাতা বললো সবাই, ও ছবি তো যায়না খাতায় গাঁথা তবু ফুলের কথা, পাখির কথা, গাছের কথা ভেবে রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি – খাতার ওপর শুধুই সবুজ পাতা। তোমার ছবি আঁকবো বলেই, বসে ছিলাম ঘরে বললো সবাই, ও ছবি তো যায়না রাখা ধরে, তবু মাঠের কথা, ঘাটের কথা, নদীর কথা ভেবে রাঙিয়ে তোমার ছবি, তাকিয়ে দেখি – নীলচে আকাশ শুয়ে খাতার পরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।