আমাদের কথা খুঁজে নিন

   

একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার...

ও রে যাব না আজ ঘরে রে ভাই, যাব না আজ ঘরে । ওরে, আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট ক'রে- যাব না আর ঘরে। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার... আমার দেশ অহংকারেরই যোগ্য, ৭১ এর সেই ক্ষত-বিক্ষত নতুন দেশটি আজ ১৬ কোটি মানুষের স্বপ্নের স্বদেশ। অনেক সমস্যা, অভাব, অনটনের পরও আমরা পাকিস্তানের চেয়ে অনেক ভাল আছি। বাংলাদেশ অনেক ছোট একটা দেশ কিন্তু জনসংখ্যা অনেক।

মূলত, এই কারনেই আমরা প্রত্যক্ষ অগ্রগতি দেখতে পাই না। আসুন, আজ আমরা আমাদের দেশের কিছু পরোক্ষ অগ্রগতি দেখি। > বাংলাদেশের কৃষি উৎপাদন অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল, আমাদের কর্মঠ কৃষক ভাইরা কঠোর পরিশ্রম করে ১৬ কোটি মানুষের খাদ্য চাহিদা পুরন করে যাচ্ছে। > বাংলাদেশের পোশাক শিল্প অনেক উন্নত, গার্মেন্টস কর্মীরা উন্নতমানের উৎপাদন করছে যা বিদেশে রপ্তানি করে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। পোশাক শিল্প আমাদের দেশের কর্মসংস্থানের অন্যতম বড় উৎস।

> বাংলাদেশ প্রতি বছর বিদেশে জনশক্তি রপ্তানি করছে যার মাধ্যমে বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। বাংলাদেশে প্রতি বছর প্রবাসীরা বড় অংকের রেমিট্যান্স প্রেরন করে থাকে যা দ্বারা দেশে নতুন নতুন অভ্যন্তরীণ বিনিয়োগ সম্ভব হচ্ছে। > বাংলাদেশে পর্যটন শিল্প অনেক সম্ভাবনাময়। এই দেশেই পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও সবচেয়ে পৃথিবীর বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন অবস্থিত। প্রতিবছর লাখ লাখ পর্যটক এই ২ টি দর্শনীয় স্থান সহ আরও নানা স্থান দেখার জন্য এ দেশে ছুটে আসে।

> বাংলাদেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ বিভিন্ন কাজে সহযোগিতা করছে এবং বিদেশেও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে উল্লেখযোগ্য ভুমিকা রাখায় ব্যপক প্রশংসিত হয়েছে। > বাংলাদেশ শিক্ষার মান আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। সরকার বছরের প্রথমেই বিনামুল্যে শিক্ষার্থীদের কাছে বই প্রদান করছে। এ ছাড়াও পাসের হার বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

> স্বাস্থ্যখাতেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। পোলিও, কলেরা, ডায়রিয়া ইত্যাদি রোগের হার আগের থেকে কমেছে। এ ছাড়াও পরিবার পরিকল্পনা, গর্ভবতীর পরিচর্যা ইত্যাদি জনসচেতনতা মুলক তথ্য প্রচারের মাধ্যমে শিশুমৃত্যুর হার কমেছে। > যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তথ্যপ্রযুক্তির বিস্তার ঘটছে। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মোবাইল সার্ভিস ও ইন্টারনেট সেবা পৌঁছে গেছে।

বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু-১ নামক স্যাটেলাইট ছাড়ার পরিকল্পনা করছে। ৩জি প্রযুক্তি শীঘ্রই চালু হচ্ছে। > বিভিন্ন সড়ক, উড়াল সড়ক, বাইপাস প্রভৃতি নির্মাণের ফলে যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নত হয়েছে। নদীমাতৃক এ দেশে বিভিন্ন ব্রিজ নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। অতি শীঘ্রই দেশের সবচেয়ে বড় "পদ্মা সেতু"-র কাজ ধরা হবে।

> খেলাধুলার ক্ষেত্রেও বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক। ক্রিকেটে বাংলাদেশ বিশ্বের সেরা ১০ টি দলের একটি। ফুটবলেও দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ এগিয়ে। > বাংলাদেশের নিজস্ব ভাষা রয়েছে যা রক্তের বিনিময়ে অর্জিত। আমাদের দেশীও বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, আচার, অনুষ্ঠান বিশ্বদরবারে পরিচিতি লাভ করেছে।

এ ছাড়াও উপজাতিদের ভিন্ন সংস্কৃতিও প্রশংসাযোগ্য। > আমাদের এই বাংলাদেশে অনেক খনিজ সম্পদ পাওয়া যায়, এর ভেতর গ্যাস প্রধান। এই উত্তোলিত গ্যাস দিয়েই সারাদেশের গ্যাসের চাহিদা মেটানো হয়। সম্প্রতি বঙ্গোপসাগরে বিপুল পরিমান গ্যাসের সন্ধান মিলেছে। এটি যেন বাংলাদেশের প্রতি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ।

আমার এই মাতৃভূমি অনেক সমস্যায় জর্জরিত থাকলেও আমরা অনেক ভাল আছি। আসুন, আমরা কে কথায় কিভাবে আছি, তা নিজ নিজ অবস্থান থেকে উপলব্ধি করতে শিখি। হয়তো তাতে অন্য সমস্যা গুলোর সমাধানও পেয়ে যাব। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.