আমাদের কথা খুঁজে নিন

   

পুতুলের বিয়ে

ব্লগে কবিতা, ছড়া এবং কর্মসংস্থানমূলক প্রবন্ধ লিখব বলে আশা করি। সানাই বাজে করুণ সুরে ঢোল বাজে ডিডিং ডিং খুকুমণির পুতুল বিয়ের আজকে শুভ দিন। পরণে তার বেনারসী গলায় সোনার হার সাজ সয্যার কোন কিছুই নেইতো বাঁকি আর। কোর্মা-পোলাও, দই-মিস্টি আরও মিঠা পান সবাই মিলৈ হল্লা করে গাইছে বিয়ের গান। বর এসেছে পালকী চড়ে মাথায় মস্ত বড় টাক তাইনা দেখে খুকুমণি করলো ভিষণ রাগ। রেগে মেগে খুকুমণি পুকুর পাড়ে ‍গিয়ে সবকিছু দিলো ফেলে পন্ড হলো বিয়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।