আমাদের কথা খুঁজে নিন

   

পুতুলের "শুভ" সংবাদ!



অনেক দিনের অনেক কথা ব্যাকুল হয়ে আছে বলার অপেক্ষায়। কী ভাবে যেন তার সাথে প্রথম আলাপ! ও হ্যাঁ মনে পড়েছে, দূরালাপনী। প্রথম কথা কি ছিল! মনে নেই, ভুলে গেছি, তবে সাহিত্য নিয়ে কিছু কথা ছিল। আমার জার্মান সাহিত্য প্রেম দেখে শুভ বলেছিল; তোমার প্রিয় বইটি অনুবাদ করে দাও, আমি পড়ব। করলাম, কিন্তু বই বের করতে পারলাম না! এদিকে ব্লগার "তীরন্দাজ" প্রতিদিন ব্লগিং-এর গল্প করে! একদিন দিলাম সার্চ গুগল-এ, খাপের খাপ মিল্লা গেল সামহয়ারইনব্লগ.নেট! কি জানি কেন, নামের অপশানে, অনেকটা নিজের নাম নিজে নির্বাচনের স্বাধীনতার কারণে (?) মাথায় "পুতুল" চলে এলো! হয়তো আমার অনেক ইচ্ছের কাছে আমি এখনো পুতুল বলে! যদি তখন জানতাম ব্লগবাসী আমায় এত ভালবাসবে আর এই ব্লগে পুতুল এত আদরে থাকবে তাহলে হয়তো, আর একবার ভেবে দেখতাম, নাম নির্বাচন কালে।

অনেকের কাছে অনেক সময় ইচ্ছে করেই লৌঙ্গিক পরিচয় পুতুলের পেছনে আড়াল করেছি। এই সুযোগে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো শুভকে উৎসর্গ করা "খোকাবাবু" ব্লগেই প্রকাশ করি। অনেকেই পছন্দ করেন খোকাবাবু। বানান খুব ভুল হয়।

সেটা ভেবে শুভ একদিন কয়, দাড়াও আমি এসে নেই, সব বানান ঠিক করে দেব। ভেবে দেখলাম কথা ঠিক। অনেক দুঃখ বহু বিরহের অবসান ঘটিয়ে তাকে মিউনিখ বন্দরে সম্বর্ধনা জানালাম, একটি টকটকে লাল গোলাপ দিয়ে। কাছাকাছি ব্লগ পরিবারের "ভক্কডা" আর "হাসিব"কে পাওয়া গেল। বেবী সিটিং ভক্কডাকে আটকে দিল।

তীরন্দাজ ঘরের মানুষ মিউনিখেই থাকেন, তাকে সময়মত পাওয়া গেল। আর দু'একজন বন্ধু-বান্ধব নিয়ে বধূ বরণ আনন্দেই হল। ইতিমধ্যে অনেকেই আমাদের নতুন জীবনকে শুভ কামনার শুভেচ্ছায় পুস্পিত করেছেন। তাদেরকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।