আমাদের কথা খুঁজে নিন

   

পুতুলের ব্যস্ততা

পুতুল গ্লিটজকে বলেন, “তৃতীয় একক অ্যালবামের জন্য গান লেখা শুরু করেছি। এবার শুধু ফোক নয়, মেলোডি নির্ভর গানও থাকবে। প্রতিটি গানের কথা ও সুরে ভিন্নতা থাকবে। গতানুগতিক ধারার বাইরে এসে নিজের কথা ও সুরে সাজিয়েছি মেলোডি গানগুলো। বিষয় বৈচিত্র্যে শ্রোতাদের ভিন্নতা উপহার দিতে চাই।


এবারের ঈদে পুতুল দুটি মিক্সড অ্যালবামে গেয়েছেন। ক্যাকটাস শিরোনামের অ্যালবামে পুতুলের গান দুটি হল-- ‘একলা আগন্তুক ’ ও ‘হয়তো তোমার অন্য কোথাও ডাক পড়েছে’। দ্বিতীয় গানটিতে পুতুলের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বেলাল। নাম ঠিক না হওয়া একটি অ্যালবামে পুতুল তিনটি ফোক গান গেয়েছেন। গানগুলো হচ্ছে-- শাহ আবদুল করিমের ‘রংয়ের দুনিয়া তোরে চাই না’, রামকৃষ্ণের ‘শ্যামের বাঁশি’ ও প্রচলিত ফোক গান ‘আমার কাঙ্খের কলসি/ গিয়াছে ভাসি’।

এই অ্যালবামের সংগীত পরিচালনা করেছেন পঙ্কজ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।