প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুলের কোনো ফেসবুক পেজ নেই। তিনি ফেসবুকে কোনো ধরনের স্ট্যাটাস বা পোস্ট দেন না। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল আলম শাকিল।
বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইন পোর্টালগুলোতে যে বক্তব্যগুলো প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলেও জানান শাকিল।
তিনি আরও জানান, 'বাংলাদেশ সন্ধিক্ষণ পাড়ি দিচ্ছে' শীর্ষক পোস্টে যে বক্তব্যগুলো ফেসবুকে এসেছে সেগুলো পুতুল নিজে লেখেন নি।
তার কোনো ফেসবুক পেজ নেই। এতে জনমনে একটি বিভ্রান্তি সৃষ্টি হতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, সায়মা ওয়াজেদ পুতুল চান না এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হোক।
মাহবুবুল আলম শাকিল বলেন, যারা ফেসবুক পেজ তৈরি করছেন তারা তাতে নিজেদের কথা লিখতে পারেন। মনোভাব প্রকাশ করতে পারেন। কিন্তু সায়মা ওয়াজেদ পুতুলের নামে কোনো পোস্ট দেওয়া উচিত নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।