মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই..
খোলাবাজারের যুগে
হাতের নাগালে সবকিছুই আপনার
যেমন ধরুন
আমেরিকার কাঁচামালে প্রস্তুত দেশি পুতুল
আপনি পেয়ে যাচ্ছেন বেশ সস্তায়।
বউ পুতুল, কন্যা পুতুল,
কিংবা কেয়ারটেকার পুতুল,
সংস্কারপন্থী পুতুল,
নয়া মডেলের সেনা পুতুল,
জাতীয় পুতুল, নোবেল পুতুল,
সব বদলে দেবার পুতুল,
সেক্যুলার,ইসলামী পুতুল-
নানা রংয়ের পুতুল পাবেন!
পুতুলগুলোর কোন কোনটি ছড়া কাটে,
কোনটি আবার 'ঘুম পাড়ানো মাসী পিসি'র
গান গেয়ে যায়-
কোন পুতুল নতুন তালে বাদ্য বাজায়..
আবার কিছু নাচতে থাকে চাবি ঘুরালেই!
চাল,তেল,নুন নাইবা থাকুক রান্নাঘরে
একটি পুতুল আপনাকে যে নিতেই হবে!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।