আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় ভালোবাসা কই ? (18+ বা প্রাপ্তবয়স্কদের জন্য মনে হয়)

আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . ভালোবাসা সম্পর্কে আশেপাশ থেকে দেখে বন্ধুবান্ধব দের প্রেমকাহিনী দেখে একটা জিনিস খুব ভালোভাবে অনুবাদন করলাম ভালোবাসায় সব কিছু আছে অভিনয়, নাকি হাসি , নাকি কান্না ,যৌনতা সব সব আছে শুধুমাত্র যে জিনিসটা খুব থাকার দরকার এবং ভীষন ভাবে থাকা দরকার তা হচ্ছে ভালোবাসা আর সে জিনিসটাই নেই । সেখানে আবস্থান করছে দেহ সম্পর্কিত বিষয় । স্রেফ সাতদিনে ফোনের কথাবার্তায় একজন আরেকজনের সাথে প্রথম পরিচয়ে দেহ দিয়ে দিচ্ছে অবলীলায় । তারপরের সাতদিনে সেই যৌনময় সম্পর্কের ভেঙ্গে যাওয়া । এরপর মেয়েটি এবং ছেলেটি নিজেদের কে প্রোডাক্ট বানিয়ে ফেলা ।

অর্থাত্‍ ভালোবাসায় ছায়ায় চাইনিজ আর গিফটের মাধ্যমে একে অন্যেকে দেহ দান । তারপর ছেলেটির বলা তোমার মতো দুই নম্বার অথবা বাজে মেয়ের সাথে সম্পর্ক রাখার কোনো মানে হয় না । আর মেয়েটি বলবে তোমার মতো ছোটলোক ,খারাপ ,চরিত্রহীন ছেলের সাথে সম্পর্ক মা বাবা কোনদিন মেনে নিবেনা আথবা তোমার আমাকে বিয়ে করার যোগ্যতাই নেই। তারপর অবৈধ দৈহিক সম্পর্কের কারনে সারা জীবন এক ধরনের বিষন্নবোধে আক্রান্ত হয় আর বিয়ের পর টেনশনে থাকে তার স্বামী এই বুঝি জেনে ফেলল তার স্ত্রী এই বুঝি সন্দেহ করলো । আর পরকীয়া তো পুরোটাই যৌনঘাটিত ব্যাপার কি করলে অন্যের বউয়ের সাথে সম্পর্ক করে সিস্টেম করা অর্থাত্‍ দৈহিক সম্পর্ক করা যাবে ।

কার স্বামী বিদেশ তার সাথে সম্পর্ক করে দেহে পাওয়া যাবে এটাই তো দেখি পরকীয়া সব দেখে শুনি দুটি কথা মনে হল ভালবাসায় ভালোবাসা কোথায় ? আর যৌনতাই বা ভালোবাসা কোথায় । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.