আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসায় সফল হবার ১২ টি চাবি

ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( যেগুলো মেনে চললে জীবনের জটিলতা কাটিয়ে জীবন সুন্দর হতে পারে: (১)প্রয়োজন:একে অপরের প্রয়োজন বোঝার ও তা মেটানোর সর্বোচ্চ চেষ্টা করুন। (২)যোগাযোগ:হৃদয় দিয়ে নিজের মনের অনুভূতি,আবেগ আর সমস্যাগুলো ব্যাক্ত করুন। (৩)ভালবাসা এবং বিশ্বাস:হৃদয়ের গহীন থেকে একে অপরকে ভালবাসুন আর বিশ্বাস করুন। (৪)ক্ষমা:নিজের দোষ-ত্রুটি মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিন।

ক্ষমা করতে শিখুন আর ঝগরা কে বাড়তে দিবেন না। (৫)প্রশংসা করুন:মাঝে মাঝেই ভালবাসা দিয়ে উন্মুক্তভাবে একে অপরের প্রশংসা করুন। (৬)রাগ:রাগ আয়ত্বে রাখুন আর চেষ্টা করুন দুজন এক সাথে না রাগতে। (৭)ধৈর্য:ধৈর্যশীল হোন আর পরিস্থিতি মোকাবেলা করুন। কঠিন থেকে কঠিনতর সময়ে একে অপরের পাশে থাকুন।

(৮)সমর্থন:একে অপরকে সমর্থন করুন আর একে অপরের স্বপ্ন আর ইচ্ছা পূরণে পাশে থাকুন। (৯)সময়:একে অপরকে সময় দিন। খুব বেশী ব্যাস্ত হয়ে পড়বেন না যাতে একজন আরেকজনকে সময় দিতে পারছেন না। (১০)ভুল:যদি সমালোচনা করতে হয় তবে যত্নের সাথে সংবেদনশীল হয়ে তা করুন। পূর্বের ভুল-ত্রুটি ভুলে যান আর বার বার তাকে বর্তমানে টেনে আনবেন না।

(১১)মূল্যায়ন:একে অপরকে মূল্যায়ন করুন। (১২)পালন করুন:একজন আরেকজনের প্রতি অন্তরঙ্গ ও উৎসাহী হোন আর একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিন.। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.