ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( যেগুলো মেনে চললে জীবনের জটিলতা কাটিয়ে জীবন সুন্দর হতে পারে:
(১)প্রয়োজন:একে অপরের প্রয়োজন বোঝার ও তা মেটানোর সর্বোচ্চ চেষ্টা করুন।
(২)যোগাযোগ:হৃদয় দিয়ে নিজের মনের অনুভূতি,আবেগ আর সমস্যাগুলো ব্যাক্ত করুন।
(৩)ভালবাসা এবং বিশ্বাস:হৃদয়ের গহীন থেকে একে অপরকে ভালবাসুন আর বিশ্বাস করুন।
(৪)ক্ষমা:নিজের দোষ-ত্রুটি মেনে নিয়ে ক্ষমা চেয়ে নিন।
ক্ষমা করতে শিখুন আর ঝগরা কে বাড়তে দিবেন না।
(৫)প্রশংসা করুন:মাঝে মাঝেই ভালবাসা দিয়ে উন্মুক্তভাবে একে অপরের প্রশংসা করুন।
(৬)রাগ:রাগ আয়ত্বে রাখুন আর চেষ্টা করুন দুজন এক সাথে না রাগতে।
(৭)ধৈর্য:ধৈর্যশীল হোন আর পরিস্থিতি মোকাবেলা করুন। কঠিন থেকে কঠিনতর সময়ে একে অপরের পাশে থাকুন।
(৮)সমর্থন:একে অপরকে সমর্থন করুন আর একে অপরের স্বপ্ন আর ইচ্ছা পূরণে পাশে থাকুন।
(৯)সময়:একে অপরকে সময় দিন। খুব বেশী ব্যাস্ত হয়ে পড়বেন না যাতে একজন আরেকজনকে সময় দিতে পারছেন না।
(১০)ভুল:যদি সমালোচনা করতে হয় তবে যত্নের সাথে সংবেদনশীল হয়ে তা করুন। পূর্বের ভুল-ত্রুটি ভুলে যান আর বার বার তাকে বর্তমানে টেনে আনবেন না।
(১১)মূল্যায়ন:একে অপরকে মূল্যায়ন করুন।
(১২)পালন করুন:একজন আরেকজনের প্রতি অন্তরঙ্গ ও উৎসাহী হোন আর একে অপরের সাথে আনন্দ ভাগ করে নিন.। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।