শূন্য The Game (1997)
||
ধনী ব্যাবসায়ী নিকোলাস ভ্যান অর্টন জন্মদিনে ছোটো ভাই কনরাড ভ্যান অর্টন এর কাছে থেকে পায় অতি অদ্ভুত একটা উপহার......ভাই এর মাধ্যমে পরিচিত হয় Consumer Recreation Service বা সংক্ষেপে CRS নামক একটা gaming service provider প্রতিষ্ঠানের সাথে। কিন্তু এটা কি হল CRS যে পিছু ছাড়ছে না কোনমতেই। এত্ত বড়ো একটা জোকার আসল কোথা থেকে? বাসার টিভি টা কীভাবে CRS নিয়ন্ত্রণ করছে? শুধু তাই না নিকোলাস কে বাধ্য করল ক্রিস্টীন নামের একটা waitress কে নিজের সাথে জড়িয়ে নিতে। স্পাই কেন অনুসরণ করছে তাকে? আজীব বাসায় এই সমস্ত উল্কি কে আকছে? ছোটো ভাই-ই বা এমন অদ্ভুত ব্যবহার কেন করছে? প্রাণঘাতী হামলা চালানো হল তার উপর, কিন্তু কেন? CRS এর অফিসের floor টা এমন বেমালুম উবে গেল কীভাবে? পুলিশে ও তো কোন হদীশ বের করতে পারছে না। ক্রিস্টীন ও কি CRS এর সাথে জড়িত? তাকে CRS মেরে ফেলতে চাচ্ছে কেন? Oops... CRS তার ব্যাঙ্ক আকাউন্ট হ্যাক করল কীভাবে? সবকিছু তাহলে টাকা মারার ফন্দী? তাহলে আটর্ণি এটা কেন বলতেছে যে কোন টাকা সরানো হয় নি? আটর্ণি ও কি CRS এর সাথে জড়িত? মস্ত বড় ভুল হয়ে গেছে কফি খাওয়াটা ঠিক হয় নি! ছোটো ভাই কে যে মেরে ফেলল নিজের হাতে গুলি করে!!!
এই সবকিছু তার জন্মদিনের উপহার?! চমক আর চমক! টান টান উত্তেজনাপূর্ণ একটা মুভি।
Sean Penn আছে না, হবে না কেন?
মুভিতে শ্যন পেন এর ভূমিকা নগণ্য দেখানো হলেও আমার কাছে দারুণ লাগছে ওকে। মাইকেল ডগলাসই মূলত মুভিটার মধ্যমণি। ডগলাস-এ মুগ্ধ হওয়া আমার এই মুভিটা থেকে। পরিচালক ফিঞ্চারের জাদুর কথা সবারই জানা। আমি উনার কোন একটা সৃষ্টিকেই কোনটার থেকে আগে পরে রাখতে পারিনা।
গেম মুভিটার ক্ষেত্রেও আমার একই অভিমত। দ্বীমত থাকতে পারে কারো।
ডাউনলোড লিঙ্ক => ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।