শূন্য High Noon (1952)
||
একজন মার্শাল, একজন মানুষ, একটা বিবেক, একটা যুদ্ধ, একটা ওয়েস্টার্ন, একটা পূর্নাঙ্গ ক্লাসিক। এটা একটা ওয়েস্টার্ন ড্রামা, যেখানে দেখানো হয়েছে বিবেকের টানাপোড়নের যুদ্ধ। একা একজন মানুষ নিজের বিবেকের খাতিরে সমস্যা সমাধান করার চিন্তায় ব্যস্ত যেখানে নিজের বন্ধু-বান্ধব সহযোগীতা করতে নারাজ যদিও সমস্যা তার একার না। এটা একটা ওয়েস্টার্ন ক্লাসিক বলে মনে হয়েছে আমার কাছে, নিছক ডুয়েল, আউটল' তাড়া করা মুভি না এটা। মানবিক বোধের নিদর্শন ভাল করে বোঝা যাবে বলে মনে হয়েছে।
মার্শাল 'উইল কেন' কুখ্যাত অপরাধী 'ফ্রাঙ্ক মিলার'-কে আইনের হাতে সোপর্দ করেছিল সেই কয়েক বছর আগে। ফাসির আসামী হলেও কোর্ট এর কোন অজ্ঞাত কারনে সে ছাড়া পেয়ে যায়। মিলার ফিরে আসতেছে শহরে, একসময়ের প্রতিজ্ঞা 'কেন'-এর উপরে প্রতিশোধ নেওয়ার। খবর পেয়ে সদ্যবিবাহিত বৌ রেখে কাজে নেমে পড়ে 'কেন'। কিন্তু এমন বিবেকহীন কাজ শুরু করতে পারল কীভাবে শহরের লোকজন ? ! যে শহরের খাতিরে এত পরিশ্রম সেই শহরের একটা লোকও তাকে সাহায্য করতে রাজি হচ্ছে না যে ! তাহলে? ডেপুটিগুলোও জব ছেড়ে দিচ্ছে।
অভ্যন্তরীন ব্যাপারটা কি তাহলে? কি হবে তাহলে শেষ পর্যন্ত?
প্রায় অনেকখানি গল্প বলে দিয়েছি তবে এখানে মূল ব্যাপার হল গল্পের কতটুকু জেনে গেলেন সেটা না বরং গল্পের উপস্থাপনটা। পুরো মুভির গল্পও যদি কেউ জেনে যায় এবং তারপরেও সদা-প্রচলিত কথা 'মুভির গল্প আগে থেকেই জেনে গেলে মুভি দেখতে ভাল লাগে না আর'__ এটা কার্যকরী না এখানে [আমার মনে হয়]। দেখিয়েছে এমন সুন্দর করে যে উপভোগ করা ছাড়া আর কোন উপায় নেই। এ জন্য 'Fred Zinnemann' কে ধন্যবাদ। বিবেক ও মানবীয় বোধের নিদর্শন 'উইল কেন' এর চরিত্রে থাকা 'গ্যারী কুপার' ছিল অতুলনীয়।
আর 'গ্রেস কেলী' এর কথা কি বলব! উফফফস এত সুন্দরী হয় কি করে একটা মেয়ে!! যতগুলো মুভি দেখলাম ওর একটাতেও বিন্দুমাত্র কিছু কমতি নেই। অসম্ভব ভাল লাগে ওকে, এখানেও ভাল লেগেছে। ও একটা আলাদা আকর্ষণ আমার জন্য।
ও আরেকটা ইনফো, মুভিটাকে এর নান্দনিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের জন্য আমেরিকান জাতীয় ফিল্ম রেজিস্ট্রি-তে রাখা হয়েছে। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট এর ২০০৭ এর বিখ্যাত মুভির লিস্টে এটা ২৭ নাম্বারে।
ডাউনলোড লিঙ্ক => ৭২০পি ৭০০মেগা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।