শূন্য
||
ডেথ অ্যাট এ ফিউনারেল, কয়েকজনকে ব্ল্যাক কমেডি মুভির লিস্ট করতে দিলে যে মুভিটার নাম প্রায় সবার লিস্টেই কমন, থাকবেই এটা।
ব্ল্যাক কমেডি কি জিনিস বাহে? ব্ল্যাক বা ডার্ক মুভি জানি, কমেডি মুভিও জানি, ব্ল্যাক কমেডি... এটা কি? এটা ব্ল্যাক বা ডার্ক ও কমেডি মুভির মিশ্রণ? কাইন্ড অফ। এটাকে কমেডি ও স্যাটায়ারের সংমিশ্রণ বলা যায়। ফ্রেন্স মুভিতে এটাকে ফিল্ম নয়ার এর মতন একটা টার্মও দেওয়া হয়েছে হিউমার নয়ার !
বুঝবো কীভাবে একটা মুভি ব্ল্যাক কমেডি? এ নিয়ে ছোট ভাই ফিরোজের সাথে একদিন কথা হয়েছিল, ওর ফ্রেন্ডের বরাত দিয়ে যেটা বলেছিল আমার খুব পছন্দ হয়েছে, 'একটা মুভি যেখানে এমন সব সিক্যুয়েন্স থাকবে যা দেখে সাধারণভাবে হাসি পাবার কথা না কিন্তু হাসি আসবে, তাকে ব্ল্যাক কমেডি মুভি বলে। ' কীরকম? উদাহরণ হিসেবে ডেথ অ্যাট এ ফিউনারেল মুভিটাই নেই।
একটা ফিউনারেলের কথা মনে এলে স্বাভাবিকভাবে শোকের ছায়া চলে আসে। কারো একজনের দুঃখভারাক্রান্ত চেহারা মনের মধ্যে আসে। এরকম পরিস্থিতিতে হাসবার মতন এলিমেন্ট বের করা হয়েছে এই মুভিতে। এটাকেই ব্ল্যাক/ডার্ক কমেডি বলে।
অ, তাহলে বুঝি এইরকম সিরিয়াস শব্দের সমন্বয়ে যে মুভির নাম, যেখানে শুরু এবং শেষ মৃত্যু সম্পর্কিত [ডেথ এবং ফিউনারেল শব্দ দু'টি দ্রষ্টব্য মুভির নামের মধ্যে] সেখানে হিউমার দেখানো হয়েছে! হ্যাঁ, সেটাই।
তবে এ নিয়ে গিলটি ফিল করবার কিছু আসলে এখনই সরে পড়া উত্তম হবে ঁ_ঁ
মুভিতে ওপেনিং ক্রেডিট শুরুই হয় বিজার, ফানি এলিমেন্ট দিয়ে। কিরকম? একটা এনিমেশন সিক্যুয়েন্স, যেখানে একটা চলমান কফিন দেখানো হয় যা কিনা একটা ম্যাপের উপরে দিয়ে চিহ্নিত রাস্তা দিয়ে যাচ্ছে। এখানেই ফানি এলিমেন্টের প্রয়োগ লক্ষ্যনীয়। কফিনটা নির্দিষ্ট পথে কারণ ছাড়াই ঘুরপাক খাচ্ছে কয়েকটা পয়েন্টে দেখানো হয়, রাস্তা ভুল করতেছে এমনটাও দেখানো হয়। এরপরের সিক্যুয়েন্সটাই জোর ধাক্কা দেবার জন্য যথেষ্ট।
দেখানো হচ্ছে যে, শব সমেত কফিন বহনকারীরা ভুল করে অন্য আরেকজনের মরদেহ নিয়ে হাজির হয়েছে ! ওপেনিং থেকেই বেহালা ও পিয়ানোর ব্যবহার করে ব্যাকস্কোর সেট করা হয় যেটা বৃটিশ মুভিতেই সচরাচর দেখি। এই টাইপ মিউজিক খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ডার্ক কমেডি ফিল্মের আবহ তৈরি করবার জন্য।
মুভির প্লট সম্পর্কে এতক্ষণে ধারণা হয়ে যাবার কথা। সংক্ষেপে এমন, একজনের ফিউনারেল-এ উপস্থিত ব্যক্তিদেরকে ফোকাস করে কিম্ভূত এক গল্প গড়ে উঠেছে এই মুভিতে।
মুভিতে দেখানো প্রতিটা চরিত্রের কাস্টিং পারফেক্ট হয়েছে।
গল্পের প্রয়োজনে হাইব্রো-লোব্রো ব্যাপারগুলো উঠে এসেছে এবং সে অনুসারে প্রতিটা চরিত্রের ফিলটা একজন অডিয়েন্স হিসেবে খুব সহজেই ধরতে পেরেছি, ক্রেডিট কাস্টিং-কে দিতেই হয়। এবং অবশ্য প্রয়োজনীয় অভিনয় কেমন ছিল? চুল-চেরা বিশ্লেষণ করলেও কোন ফল্টি এক্সপ্রেশন অনেক পরের কথা নিয়ার পারফেক্ট এক্সিকিউশন দেখতে পেয়েছি এখানে। ডায়ালগ ডেলিভার, ওয়ে অফ এক্সপ্রেসিং ইমোশান নিখুঁত মনে হয়েছে।
মৃত্যুকে কেন্দ্র করে বামনের উপস্থিতি, ন্যুডিটি, হোমোসেক্সুয়ালিটি, ড্রাগস এর ইউজ, দুই ভাইয়ের মধ্যেকার কেমিস্ট্রি, শোকাবিভুত মা এর মন, উদ্বিগ্ন স্ত্রী এর এটিটিউড এইসব কিছুকে মিলিয়ে একটা একেবারেই ভিন্নধর্মী অভিজ্ঞতার নাম ডেথ অ্যাট এ ফিউনারেল। ডার্ক কমেডি লাভারের জন্য কমপ্লিট প্যাকেজ এবং অসাধারণ অভিজ্ঞতার নাম এই মুভিটা।
ডাউনলোড লিঙ্ক__
# টরেন্ট__ http://thepiratebay.se/torrent/7549459/ __YIFY এনকোড
# ডিরেক্ট__ http://uptobox.com/5s4hh185c7hj __সেম ফাইল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।